আজকাল ওয়েবডেস্ক:‌ সাদা বলের ক্রিকেটে ভারতের একাধিপত্য অব্যাহত। অন্তত আইসিসি র‌্যাঙ্কিং তো সেকথাই বলছে। সদ্য প্রকাশিত আইসিসি র‌্যাঙ্কিংয়ে ওয়ানডে ও টি২০ ক্রিকেটে শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। তবে টেস্টে একধাপ নেমে টিম ইন্ডিয়া রয়েছে চারে।


২০২৪ সালের মে থেকে এই র‌্যাঙ্কিং করা হয়েছে। তারপর ভারত টি২০ বিশ্বকাপ জিতেছে। চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। বর্তমান র‌্যাঙ্কিংয়ে একদিনের ক্রিকেটে শীর্ষে ভারত। দুইয়ে নিউজিল্যান্ড। আর তিনে অস্ট্রেলিয়া। ঘরের মাঠে ভারত ও অস্ট্রেলিয়াকে একদিনের সিরিজে হারিয়ে শ্রীলঙ্কা রয়েছে চারে। পাঁচ ও ছয়ে যথাক্রমে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। সাতে আফগানিস্তান। আর ২০১৯ বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড নেমে গেছে আটে। ওয়েস্ট ইন্ডিজ আছে নয়ে। আর বাংলাদেশ দশে।


টি২০ র‌্যাঙ্কিংয়েও শীর্ষে ভারত। দুইয়ে অস্ট্রেলিয়া। পয়েন্টের ব্যবধান নয়। তিন থেকে ছয়ে আছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও সাউথ আফ্রিকা। সাতে আছে শ্রীলঙ্কা। আটে পাকিস্তান। নয় ও দশে আছে বাংলাদেশ ও আফগানিস্তান।


তবে টেস্টে শীর্ষে অস্ট্রেলিয়া। দুইয়ে ইংল্যান্ড। তিন ও চারে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও ভারত। টেস্টে একধাপ নেমে গিয়েছে টিম ইন্ডিয়া। পাঁচ থেকে দশে আছে নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ও জিম্বাবোয়ে।