আজকাল ওয়েবডেস্ক: একসময়ের বহু স্মৃতি। বন্ধুদের সঙ্গে যোগাযোগের মাধ্যম, হাসিঠাট্টা পৌঁছে দেওয়ার উপায় এবার বন্ধ করছে দরজা। প্রায় ২২ বছরের যাত্রা শেষের মুখে। দীর্ঘ দু’ দশক পেরিয়ে বন্ধ হচ্ছে স্কাইপ। একসময়ের জনপ্রিয় ভিডিও কলিং প্লাটফর্ম বন্ধ হয়ে যাচ্ছে। ফেব্রুয়ারিতেই এই সিদ্ধান্তের কথা জানিয়েছিল মাইক্রোসফট। জানানো হয়েছিল, ৫ মে থেকে বন্ধ হয়ে যাবে স্কাইপ।
স্কাইপ বন্ধের সিদ্ধান্ত কেন? ওয়াকিবহাল মহলের মতে, প্রযুক্তি যে হারে এগোচ্ছে দিনে দিনে, তাতে কিছুটা হলেও পিছিয়ে পড়ছিল স্কাইপ। ২০০৩-এ যে স্কাইপ অল্প দিনেই অতি জনপ্রিয় হয়ে উঠেছিল, সেই স্কাইপকেই প্রতিযোগিতায় পিছনে ফেলতে শুরু করে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারের মতো অ্যাপগুলি।
স্কাইপ বন্ধ হয়ে গেলে কী হবে ব্যবহারকারীদের? তাঁদের অ্যাকাউন্ট, ডেটার? প্রশ্ন ঘুরে ফিরে আসছেই। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, স্কাইপ ব্যবহারকারীরা, স্কাইপের সমস্ত ডেটা ট্রান্সফার করে মাইক্রোসফট টিমসে নিয়ে যেতে পারবেন। সেক্ষেত্রে নতুন কোনও অ্যাকাউন্ট তৈরি করতে হবে না তাঁদের। কেউ যদি টিমসে ব্যবহার করতে না চান, তাহলে তিনি স্কাইপের সমস্ত ডেটা ডাউনলোড করে অন্যত্র নিয়ে যেতে পারবেন। টিমসে স্কাইপ থেকে খুব একটা আলাদা নয়, ব্যবহারকারীরা নিজেদের স্কাইপ আইডি ব্যবহার করে টিমসে কনট্যাঙ্কট লিস্ট আর ব্যক্তিগত বা গ্রুপের কথোপকথনের তালিকা ট্রান্সফার করে নিতে পারবে। টিমসে প্ল্যাটফর্মটিও সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যাবে অনলাইনে।
উল্লেখ্য, ২০০৩ সালে এস্তোনিয়ার তালিনে একদল ইঞ্জিনিয়ার স্কাইপে তৈরি করেন। ২০০৫ সালে, ই-বে স্কাইপ পরিষেবাটি কিনে নেয় এবং স্কাইপে যুক্ত হয় ভিডিও কল ফিচার। ২০১১ সালে ৮.৫ বিলিয়ন ডলারের বিনিময়ে ই-বে’র থেকে স্কাইপ কিনে নেয় মাইক্রোসফট।
