আজকাল ওয়েবডেস্কঃ বর্তমানে ছোট বয়স থেকেই শুরু হয়ে যায় চুলের সমস্য। চুল ঝরা থেকে খুশকি— সারা বছরই নানা সমস্যায় জর্জরিত থাকেন অনেকে। যা থেকে মুক্তি পেতে নানা নামীদামি প্রসাধনী ব্যবহার করেও বিশেষ লাভ হয় না। কিন্তু যদি একটি হেয়ার স্প্রে লাগিয়েই ঘন, লম্বা চুলের সঙ্গে জেল্লাও ফিরিয়ে আনতে পারেন? শুনতে অবিশ্বাস্য লাগলেও বাস্তবেই রয়েছে এমন একটি স্প্রে যা নিয়মিত লাগালে কয়েকদিনে বন্ধ হবে চুল পড়া, বজায় থাকবে জেল্লাও। 

উপকরণ: ১ টেবিল চামচ রোজমেরি, ৭-৮টা লবঙ্গ, ১ চামচ মেথি, ১ চামচ কালোজিরে এবং ১ চামচ অ্যালোভেরা। 

কীভাবে বানাবেনঃ প্যানে জল বসিয়ে তাতে একে একে সমস্ত উপকরণ দিয়ে ফোটাতে থাকুন। বেশ খানিকক্ষণ ফোটানোর পর মিশ্রণটি ঠান্ডা হতে দিন। এরপর ছেঁকে মিশ্রণটি একটি স্প্রে বোতলে ঢেলে রাখুন। এই স্প্রেটি প্রায় দুই সপ্তাহ ফ্রিজে রেখে ব্যবহার করতে পারেন।
 
কীভাবে ব্যবহার করবেনঃ রাতে শোওয়ার আগে পুরো চুলের স্ক্যাল্পের মিশ্রণটি স্প্রে করে লাগান। তারপর হালকা হাতে ২-৩ মিনিট ম্যাসাজ করুন। মাত্র কয়েক দিনেই ফল দেখতে পাবেন।

আসলে যে উপাদানগুলি দিয়ে স্প্রেটি তৈরি হয়েছে সেগুলি চুলের পুষ্টির জন্য উপকারী।চুলের যত্নে ঔষধি গুণসম্পন্ন যে সব আয়ুর্বেদিক জিনিস ব্যবহার করা হয়, তার মধ্যে অন্যতম হল রোজমেরি। এটি চুলের বৃদ্ধিতে সহায়ক। নতুন চুল গজাতেও সাহায্য করে, একইসঙ্গে স্ক্যাল্পের স্বাস্থ্য ঠিক রাখে, মাথায় ত্বকে ঠিকমতো রক্ত সঞ্চালন হয়। অ্যালোভেরাতে রয়েছে একাধিক ভিটামিন ও খনিজ, যা চুলের সুস্বাস্থ্য ধরে রাখতে কার্যকরী ভূমিকা পালন করে। এছাড়া মেথি চুল এবং মাথার ত্বকের আর্দ্রতা বজায় রাখে। ফলে স্ক্যাল্প শুষ্ক হয়ে চুল ঝরে পড়ার সমস্যা ।কালোজিরেও চুলের বৃদ্ধির জন্য অত্যন্ত সহায়ক।