আজকাল ওয়েবডেস্ক: মেসির সঙ্গে বার্সেলোনায় চুটিয়ে খেলেছেন। নিজের দেশ চিলির হয়েও জিতেছেন কোপা আমেরিকা। কিন্তু যৌন হেনস্থার ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ফেঁসে গিয়ে গোটা কেরিয়ারটাই একপ্রকার ডুবে যেতে বসেছিল চিলির তারকা আর্তুরো ভিদালের। অবশেষে শুক্রবার চিলির আদালতের তরফে জানানো হয়েছে, ফুটবলার আর্তুরো ভিদালের ওপর থেকে যৌন হেনস্থার সমস্ত অভিযোগ তুলে নেওয়া হচ্ছে। 

শুক্রবার এক ভিডিও বার্তায় আইনজীবী ফেলিপে সেমব্রানো বলেন, ‘আমরা ঘটনাটির পূর্ণাঙ্গ পুনর্গঠন করেছি এবং শেষ পর্যন্ত কোনও প্রমাণ পাওয়া যায়নি ভিদালের বিরুদ্ধে যা অভিযোগকে সমর্থন করে’। প্রসঙ্গত, ৩৭ বছর বয়সী ভিদালের বিরুদ্ধে গত ৪ নভেম্বর সান্তিয়াগোর এক নাইটক্লাবে জন্মদিন উদযাপনের সময় যৌন হেনস্থার ঘটনায় জড়িত থাকার অভিযোগ ওঠে।

ভিদাল ও তার দল কোলো কোলো’র আরও কয়েকজন ফুটবলারের বিরুদ্ধে অভিযোগ আনেন এক মহিলা। ভিদাল এই অভিযোগ থেকে সম্পূর্ণভাবে মুক্তি পেলেও জানানো হয়েছে, ভিদালের দল কোলো কোলোর  আরও কয়েকজন অজ্ঞাতনামা ফুটবলারের বিরুদ্ধে এখনও তদন্ত চলছে।

উল্লেখ্য, চিলির ফুটবলার ভিদাল বিশ্বের নামী ক্লাব বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, জুভেন্টাস এবং ইন্টার মিলানের হয়ে খেলেছেন। তিনি ২০২৩ সালে ফিরে আসেন কোলো কোলো ক্লাবে, যেখানে তাঁর পেশাদার ফুটবল কেরিয়ার শুরু হয়েছিল মাত্র ১৭ বছর বয়সে। চিলির ইতিহাসে অন্যতম সেরা হিসেবে বিবেচিত স্বর্ণযুগের অংশ ছিলেন ভিদাল। এই প্রজন্মের হাত ধরেই ২০১৫ সালের কোপা আমেরিকা শিরোপা জেতে চিলি।