আজকাল ওয়েবডেস্ক: আজ এক বিশেষ দিন। পঞ্জিকামতে আজ চন্দন ষষ্ঠী। বৈশাখ মাসের শুক্লপক্ষে আজকের দিনে দেবী ষষ্ঠীর কাছে সন্তানের সুস্বাস্থ্য কামনা করতেন বাংলার মায়েরা। আর সেই পূজায় ব্যবহৃত হত শ্বেত চন্দন। সেই থেকেই এই বিশেষ তিথির নাম হয়ে গিয়েছে চন্দন ষষ্ঠী। অন্যদিকে শনিবার শনিদেবের দিন। তাই তাঁর প্রসন্নতার জেরে খুলে যেতে পারে তিন রাশির ভাগ্য।
* মেষ রাশি: আজ এই রাশির জাতকদের সাহসী পদক্ষেপ কর্মক্ষেত্রে সাফল্য আনতে পারে। আর্থিক দিক থেকে দিনটি ভাল যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ মুক্তহস্তে দান করতে পারেন। অর্থ সাহায্য করলেও পরে টাকা ফেরত পাবেন। আকস্মিকভাবে দামি উপহার পাওয়ার যোগ রয়েছে। নতুন ব্যবসা শুরু করার জন্য দিনটি অনুকূল। সরকারি চাকরি করা কর্মচারীরা সহকর্মীদের সাহায্য পেতে পারেন।
* বৃষ রাশি: বৃষ রাশির ব্যবসায়ীদের জন্য দিনটি খুবই শুভ। ব্যবসায় ভাল লাভের সম্ভাবনা আছে। শিল্পী, কবি বা লেখকদের জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। সৃষ্টিশীল মানুষদের প্রতিভা প্রকাশের সুযোগ আসতে পারে। তবে চোখ বুজে ঝাঁপিয়ে পড়লে চলবে না, কারণ পারিবারিক ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বনের প্রয়োজনীয়তা আছে।
* কুম্ভ রাশি: পেশাগত দিক থেকে আজকের দিনটি কুম্ভ রাশির জন্য ভাল যাওয়ার ইঙ্গিত রয়েছে। নতুন চাকরি কিংবা কোনও জীবিকার সন্ধান মেলার সম্ভাবনা আছে। দীর্ঘদিনের অসুস্থতা থেকে মুক্তি পাবেন। যাঁরা পারিবারিক অশান্তিতে রয়েছেন, তাঁদের জন্যেও সুখবর আসতে পারে। আর্থিক দিক থেকে লাভ হতে পারে যদি কিছুটা সতর্ক থাকতে পারেন। যাঁরা চাকরি করেন, তাঁদের জন্য দিনটি পেশাগত দিকে শুভ।
তবে মনে রাখবেন এই রাশিফল সাধারণ একটি ধারণা দিতে পারে। ব্যক্তিগত ভাবে বিচার করলে ভিন্ন ফলাফল আসতে পারে।
