আজকাল ওয়েবডেস্ক: শনিবার আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামার বাড়তি চাপ নিতে নারাজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটার দেবদূত পাড়িক্কল। ম্যাচের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাড়িক্কল বলেন, ‘আমরা সারা মরশুমে দুর্দান্ত ক্রিকেট খেলেছি। তাই কোনও ম্যাচকে আলাদা করে দেখার দরকার নেই। যদি আমরা আমাদের প্রস্তুতি ভালভাবে সারতে পারি এবং সম্পূর্ণভাবে ম্যাচে মনোযোগ দিই, তাহলেই সব ঠিকঠাক হবে’।

চলতি আইপিএল জুড়েই আরসিবি রয়েছে দুরন্ত ফর্মে। শনিবার চেন্নাইকে হারাতে পারলে পয়েন্ট টেবিলের শীর্ষে চলে যেতে পারে বেঙ্গালুরু। অন্যদিকে, চেন্নাই সুপার কিংস ইতিমধ্যেই গত ম্যাচে পাঞ্জাব কিংসের কাছে পরাজয়ের পরে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেছে। ফলে তাঁদের কাছে এই ম্যাচ খাতায় কলমে নিয়মরক্ষার হলেও মূলত প্রতিশোধ নেওয়ার ম্যাচ।

প্রথম লেগে হারের পর প্রতিশোধের সুযোগ দেখছেন চেন্নাই ক্রিকেটাররা। চেন্নাই প্লে-অফ থেকে ছিটকে গেলেও দু’দলেরই সমর্থকদের উত্তেজনা চরমে। তার মূল কারণ এমএস ধোনি বনাম বিরাট কোহলি দ্বৈরথের কারণে।

তার ওপর ২০২৪ সালে একই ভেন্যুতে শেষ মুহূর্তে হেরে প্লে-অফ মিস করার যন্ত্রণা এখনও চেন্নাইয়ের মনে তাজা। ফলে বেঙ্গালুরুর মাঠে প্রতিশোধ নেওয়ার মিশন নিয়েই নামবে ধোনির দল। তবে পাড়িক্কল জোর দিয়ে বলেন, এই ধরণের ম্যাচেও কোনও বাড়তি উত্তেজনা বা আলাদা পরিকল্পনার প্রয়োজন নেই। আরসিবি তাঁদের স্বাভাবিক ছন্দে খেলে গেলে ফল আসবেই।