নিজস্ব সংবাদদাতা: চলতি বছর ভালবাসা দিবসে সন্তান আসার সুখবর দিয়েছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী। জুন মাসেই প্রথম সন্তানের মা-বাবা হতে চলেছেন তাঁরা। তার আগে ন'মাসের সাধ খেলেন পিয়া। তবে পরিবারের কোনও সদস্যর কাছে নয়, অফিসে খুব কাছের সহকর্মীরা ঘটা করে সাধ খাওয়ালেন পিয়াকে। 

 

 

 

 

এতদিন অন্তঃসত্ত্বা পিয়া কাজ চালিয়ে গেলেও অবশেষে মাতৃত্বকালীন ছুটি নিতে চলেছেন পরম-পত্নী। তার আগেই অফিসে এই অনুষ্ঠান। হবু মাকে এদিন যেন আরও বেশি উজ্জ্বল দেখাচ্ছিল। সমাজকর্মী রত্নাবলি রায় পিয়ার সহকর্মী। পিয়াকে নিজের সন্তানের মত ভালবাসেন তিনি। 

 

 

 

অনেক বছর আগেই মা-বাবাকে হারিয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। এই রীতি বা অনুষ্ঠান করার মানুষ সেইভাবে নেই। তাই অফিসেই হল পিয়ার সাধের আয়োজন। সমাজমাধ্যমে রত্নাবলী রায় লিখেছেন, 'সহকর্মী পিয়া মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার আগে, আপিশে খাওয়া দাওয়ার আয়োজন ছিল | রাজেশ, পিয়া যা যা খেতে পছন্দ করেন তাই রেঁধেছিলেন, তার মধ্যে ডায়মন্ড ফিস ফ্রাই তো থাকতেই হবে ! পরম যদি বা একটু আধটু মিষ্টি খেতে ভালবাসেন, পিয়া তো নাহ নাহ করে ওঠেন! নামমাত্র মিষ্টি আর দই ছিল |' 

 

 

 

তবে শুধু অফিসে নয়, সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়, সোহাগ সেন এবং আরও টলি তারকারা পিয়াকে ন'মাসের সাধ খাওয়ানোর আয়োজন করেছিলেন। উপস্থিত ছিলেন পরমব্রত নিজেও। এখন জীবনে নতুন অতিথি আসার অপেক্ষায় দিন গুনছেন পরম-পিয়া।