আজকাল ওয়েবডেস্ক: বিশ্বচ্যাম্পিয়ন নীরজ চোপড়ার নামে আয়োজিত নীরজ চোপড়া ক্লাসিকের টিকিট বিক্রি শুরু হল শুক্রবার থেকে। আগামী ২৪ মে বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে এই হাই-প্রোফাইল অ্যাথলেটিক্স ইভেন্ট। মূল ইভেন্ট শুরু হবে সন্ধ্যা ৬:৩০ থেকে। জানা গিয়েছে, দর্শকরা বিকেল ৫টা থেকেই স্টেডিয়ামে ঢুকতে পারবেন। প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ভারতের এবং বিশ্বের তাবড় তাবড় খেলোয়াড়রা।
নীরজ চোপড়া ছাড়াও ভারতীয় দলে রয়েছেন কিশোর জেনা, সচিন যাদব, রোহিত যাদব, এবং সাহিল সিলওয়াল। ২০২৩ এশিয়ান গেমসে রূপো জয়ী কিশোর জেনা (ব্যক্তিগত সেরা ৮৭.৫৪ মিটার) এই প্রতিযোগিতার অন্যতম আকর্ষণ। আন্তর্জাতিক খেলোয়াড়দের মধ্যে রয়েছেন গ্রেনাডার দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন অ্যান্ডারসন পিটার্স, জার্মানির ২০১৬ অলিম্পিক সোনা জয়ী থমাস রোহলার, এবং কেনিয়ার ২০১৫ বিশ্বচ্যাম্পিয়ন জুলিয়াস ইয়েগো।
এছাড়াও রয়েছেন যুক্তরাষ্ট্রের কার্টিস থম্পসন। রয়েছেন জাপানের জেনকি ডিন, শ্রীলঙ্কার রুমেশ পাঠিরাগে, ও ব্রাজিলের লুইজ মৌরিসিও দা সিলভা। জোম্যাটো অ্যাপে ইতিমধ্যেই টিকিট বেরিয়ে গেছে এই ইভেন্টের। টিকিটের দাম শুরু হচ্ছে ১৯৯ টাকা থেকে। সবথেকে বেশি টিকিট রয়েছে ৪৪,৯৯৯ টাকার। সাধারণ টিকিট থেকে হসপিটালিটি বক্সের টিকিটও রয়েছে এই দামে।
