আজকাল ওয়েবডেস্ক: চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির থেকে সই করা জার্সি পেয়ে আবেগে ভেসে গেলেন এক ধোনি ভক্ত। বর্তমানে আইপিএল চলার কারণে ধোনিকে দেখতে স্টেডিয়ামে ভিড় জমাচ্ছেন ভক্তরা। এর মধ্যেই জ্যোৎস্না গুপ্তা নামে ওই তরুণী ধোনিকে নিজের হাতে চেন্নাইয়ের জার্সিটি তুলে দেন।

গোটা ঘটনার একটি ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছেন ওই তরুণী। সেখানে দেখা যাচ্ছে, একটি ঘরের মধ্যে ধোনি কথা বলছেন ওই তরুণীর সঙ্গে। দেখা যাচ্ছে, ওই তরুণীর গায়ে কাঁটা দিচ্ছে ভারতের প্রাক্তন অধিনায়ককে দেখে। আনন্দে চোখে জল নিয়ে ধোনির সঙ্গে ছবি তোলেন ওই তরুণী।

মাঠের পারফরম্যান্স যতই খারাপ হোক, ভক্তদের সঙ্গে ধোনির সম্পর্ক যে অটুট, তা আরও একবার প্রমাণ করলেন তিনি। নিজের বিনয়ী স্বভাব এবং অনুরাগীদের প্রতি ভালোবাসার নিদর্শন দিলেন বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক। তবে মাঠের পারফরম্যান্স এবার একেবারেই ভাল হয়নি সিএসকের।

চলতি আইপিএলে সব থেকে আগে ছিটকে যাওয়া দল এখন চেন্নাই সুপার কিংস। ১০টি ম্যাচের মধ্যে মাত্র ২টিতে জিতে মাত্র ৪ পয়েন্ট সংগ্রহ করেছে ধোনির দল। চেন্নাইয়ের নেট রান রেট -১.২১১।

সদ্য চিপকে স্টেডিয়ামে শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৪ উইকেটে হেরে যায় চেন্নাই। নিজেদের প্রথম ম্যাচে চেন্নাই জয় তুলে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। এরপর টানা পাঁচ ম্যাচে পরাজয়ের পর একমাত্র জয় আসে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে।