শনিবার ০৩ মে ২০২৫

সম্পূর্ণ খবর

ক্যাম্পাস থেকে | ইউপিএসসি-তে সুযোগ পেয়েও থামতে চান না রিশিতা, কাজে যোগ দিলেও চলবে আইএএস হওয়ার লড়াই 

Kaushik Roy | ০২ মে ২০২৫ ১৪ : ০৮Kaushik Roy


মিল্টন সেন

লক্ষ্যে স্থির থাকলে সাফল্য আসবেই। হেরে গেলে চলবে না’। ইউপিএসসি উত্তীর্ণ হয়ে এই বার্তাই দিলেন টেকনো ইন্ডিয়া পাবলিক স্কুল চুঁচুড়ার ছাত্রী রিশিতা দাস। শুক্রবার সকালে স্কুলের অ্যাসেম্বলি গ্রাউন্ডে কয়েক হাজার পড়ুয়ার উপস্থিতিতে সংবর্ধনা দেওয়া হয় স্কুলের প্রাক্তনীকে। পুষ্পস্তবক, মিষ্টি, স্মারক দিয়ে বরণ করে নেওয়া হয় স্কুলের তরফে। পায়ে হাত দিয়ে শিক্ষিকাদের সন্মান জানান রিশিতা।

২০১৫ সালে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল থেকে এআইএসএসসিই সম্পূর্ণ করে তিনি ভর্তি হন প্রেসিডেন্সি কলেজে। ২০১৮ সালে পলিটিক্যাল সায়েন্সে অনার্স নিয়ে স্নাতক। তারপর ২০১৯ সালে কলকাতার একটি কোচিং সেন্টারে ভর্তি হয়ে ইউপিএসসির প্রস্তুতি শুরু করেন রিশিতা। ২০২০, ২০২১ টানা দু’বছর পরীক্ষায় বসলেও সফল হননি।

২০২২ সালে মেনস উত্তীর্ণ হলেও ইন্টারভিউতে সফল হতে পারেননি। ২০২৩ সালেও পরীক্ষায় বসে অসফল। অবশেষে সাফল্য আসে ২০২৪ সালে। গত বছর পরীক্ষায় বসে সর্বভারতীয় স্তরে তাঁর ৮৪০ ব়্যাঙ্ক হয়। রিশিতা জানান, ২০১৯ সালেই তিনি ইউপিএসসির গুরুত্ব বুঝে মনে দিয়ে পড়াশোনা শুরু করেছিলেন।

২০২৪ সালে প্রাথমিক পরীক্ষার পরই রিশিতা দিল্লিতে চলে যান। সেখানে কোচিং নেওয়া শুরু করেন। ওখানে থেকেই মেনস পরীক্ষা দেন। ফল বেরোনোর আগেই কলকাতায় ফিরে এসে প্রস্তুতি নেন ইন্টারভিউয়ের। মেনসে সফল হলে ফের দিল্লি গিয়ে ইন্টারভিউ দিয়ে সেখানে সফল হন। এবারে সার্ভিসে যোগ দেওয়ার ইচ্ছে রয়েছে। 

তবে এখানেই থেমে থাকতে চান না রিশিতা। আপাতত তিনি কাজে যোগ দেবেন। তাঁর লক্ষ্য ২০২৫ সালে আইএএস পাওয়া। এদিন স্কুলের আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিশিতার মা তুহিনা দাস, স্কুলের অধ্যক্ষ দেবায়ন দত্ত এবং স্কুলের শিক্ষক শিক্ষিকা সকলেই।
 
ছবি: পার্থ রাহা


UPSC Success IAS Exam InterviewUPSC Exam Interview

নানান খবর

নানান খবর

সোশ্যাল মিডিয়া