শুক্রবার ০২ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

Kaushik Roy | ০১ মে ২০২৫ ২০ : ৩৯Kaushik Roy


আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আসন্ন মুর্শিদাবাদ জেলা সফরে কিছু পরিবর্তন করা হয়েছে।

এর আগে প্রশাসনের তরফে জানানো হয়েছিল, মুখ্যমন্ত্রী আগামী ৫ মে মুর্শিদাবাদের সুতি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ছাপঘাটি ময়দানে একটি প্রশাসনিক বৈঠক করার পাশাপাশি সামশেরগঞ্জের হিংসা কবলিত এলাকায় যাবেন এবং সেখানে সাধারণ মানুষ এবং দোকানদারদের সঙ্গে কথা বলে তাঁদের ক্ষতিপূরণ দেবেন।

বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগামী ৫ তারিখ মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ জেলাতে এলেও ওইদিন তাঁর কোনও কর্মসূচি থাকবে না। ৬ তারিখ মুখ্যমন্ত্রীর পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুষ্ঠিত হবে।

তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি তথা নবগ্রামের তৃণমূল বিধায়ক কানাই চন্দ্র মন্ডল বলেন, 'মুখ্যমন্ত্রী দপ্তরের তরফ থেকে আমরা জানতে পেরেছি আগামী ৫ তারিখ মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ জেলায় আসবেন এবং ওই দিন রাতে বহরমপুরের সার্কিট হাউসে রাত্রিবাস করবেন।'

তিনি আরও জানান, '৬ মে মুখ্যমন্ত্রীর প্রথমে সড়ক পথে জঙ্গিপুরের সামশেরগঞ্জে আসার কথা রয়েছে। সেখানে কয়েকটি গ্রামে এবং ধুলিয়ানে নিজের কর্মসূচি শেষ করে মুখ্যমন্ত্রী ওই দিন দুপুর দু'টো নাগাদ সুতির ছাপঘাটি ময়দানে প্রশাসনিক বৈঠক করে বিভিন্ন প্রকল্পের সুবিধা যোগ্য উপভোক্তাদের হাতে তুলে দেবেন।' 

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরের আগে এদিন জঙ্গিপুরের তৃণমূল সাংসদ খলিলুর রহমানের নেতৃত্বে জঙ্গিপুর সাংগঠনিক জেলার দলের সমস্ত শীর্ষ পদাধিকারীদেরকে নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর সফরের আগে বহরমপুর থেকে সামশেরগঞ্জ পর্যন্ত দীর্ঘ পথ মুখ্যমন্ত্রীর ছবি, ব্যানার, ফ্লেক্স, পোস্টার দিয়ে ভরিয়ে দেওয়া হবে। জেলা প্রশাসন সূত্রে খবর, আগামী ৬ মে সামশেরগঞ্জের কয়েকটি গ্রাম এবং ধুলিয়ান পুরসভার কয়েকটি ওয়ার্ড ঘুরে দেখতে পারেন মুখ্যমন্ত্রী।

সাম্প্রতিক হিংসায় সেখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এমন কিছু পরিবার এবং দোকানদারের হাতে ওই দিন তিনি ক্ষতিপূরণ তুলে দিতে পারেন। পাশাপাশি তাদের জন্য বিশেষ কোনও প্রকল্পের কোথাও মুখ্যমন্ত্রী ঘোষণা করতে পারেন বলে প্রশাসনের কর্তাদের অনুমান।


Mamata Banerjee Chief MinisterMamata Banerjee MurshidabadMurshidabad News

নানান খবর

নানান খবর

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

জলে ডুবে মৃত স্কুল পড়ুয়া, চাঞ্চল্য মালদায়

আইসিএসই পরীক্ষায় ৯৯.‌০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া

অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়

সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির

'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ

স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও

বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের

গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'

ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার

নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে

'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী

সোশ্যাল মিডিয়া