আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার কলকাতায় রয়েছেন অমিত শাহ, জে পি নাড্ডা। মঙ্গলবারেই কলকাতা সহ জেলায় জেলায় প্রতিবাদ যুব তৃণমূলের। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য স্বামী বিবেকানন্দর প্রতি অপমানজনক, এই অভিযোগে মঙ্গলে রাজ্য জুড়ে প্রতিবাদ। গীতাপাঠ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়েই সুকান্তর কথায় আসে ফুটবল খেলা প্রসঙ্গ। রবিবার ব্রিগেডে ছিল বিজেপির লক্ষ কঠে গীতাপাঠ। সেই প্রসঙ্গে মতামত রাখতে গিয়েই সুকান্ত মজুমদার বেশকিছু কথা বলেন, আর সেখান থেকেই শুরু হয় বিতর্ক। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয় গীতাপাঠ এবং ফুটবল প্রসঙ্গে করা সুকান্ত মজুমদারের বক্তব্য স্বামীজির প্রতি অপমানজনক। বিজেপির রাজ্য সভাপতির বক্তব্য প্রত্যাহার করা এবং ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে মঙ্গলবার রাজ্য জুড়ে প্রতিবাদে নামছে ঘাসফুল শিবির। শহর কলকাতায় শ্যামবাজার থেকে শুরু হবে যুব তৃণমূলের এই মিছিল, শেষ হবে সিমলা স্ট্রিটে স্বামীজির বাড়ির সামনে। নেতৃত্বে থাকবেন সায়নী ঘোষ। শহর ছাড়াও রাজ্যের প্রতি ব্লকে ব্লকে পালিত হবে প্রতিবাদ কর্মসূচি, বিবেকানন্দর মূর্তিতে মাল্যদান করা হবে। নেতা নেত্রীদের হাতে থাকবে ফুটবল।
