আজকাল ওয়েবডেস্ক: খলিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতা গুরপতওয়ান্ত সিং পান্নু ভারতীয় সেনাবাহিনীতে কাজ করা সমস্ত শিখ জওয়ান ও অফিসারদের উদ্দেশে এক বার্তায় বলেছেন, যদি যুদ্ধ লাগে তাহলে তাঁরা যেন ভারতের হয়ে লড়াই না করেন। এছাড়াও বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘শিখস ফর জাস্টিস’-এর নেতা পান্নুর এক ভিডিও বার্তায় ঘোষণা করেছেন, "ভারত-পাকিস্তান যুদ্ধ হলে ভারতীয় পাঞ্জাবিরা পাকিস্তানি সেনাবাহিনীর জন্য লঙ্গর খুলবে।"
পাক সংবাদপত্র 'দ্য ডন'-এর প্রতিবেদনে বলা হয়েছে, ‘যদি ভারত পাকিস্তান আক্রমণ করে, তাহলে সেটিই ভারত এবং মোদির জন্য শেষ যুদ্ধ হবে। ভারতের দিকের পাঞ্জাবিরা পাকিস্তানি সেনাবাহিনীকে লঙ্গর পরিবেশন করবে।’
শিখ সৈন্যদের উদ্দেশ্যে পান্নুর বার্তা, পাকিস্তান শত্রু নয় বরং একটি বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র যা ‘পাঞ্জাবকে স্বাধীন করার পরে আমাদের প্রতিবেশী’ হবে।
শিখ বিচ্ছিন্নতাবাদী নেতার কথায়, "এখন নরেন্দ্র মোদির উগ্রবাদী যুদ্ধকে না বলার সময়। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করো না। পাকিস্তান তোমাদের শত্রু নয়। পাকিস্তান শিখ জনগণ এবং খালিস্তানের জন্য বন্ধুত্বপূর্ণ দেশ হবে এবং থাকবে। একবার আমরা পাঞ্জাবকে স্বাধীন করলে, পাকিস্তানই আমাদের প্রতিবেশী হবে।"
গত সপ্তাহে জম্মু ও কাশ্মীরের পহলগাঁওতে সন্ত্রাসবাদী হামলায় ২৬ জন নিহত হন। এরপর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতীয় সশস্ত্র বাহিনীকে কাপুরুষোচিত হামলার প্রতিশোধ নিতে পূর্ণস্বাধীনতা দিয়েছেন। এই পটভূমিতেই গুরপতওয়ান্ত সিং পান্নু শিখ সৈন্যদের উত্তেজিত করার চেষ্টা চালাচ্ছেন। যদিও শিখ ও পাঞ্জাবিদের সম্পর্কে তাঁর দাবি ভিত্তিহীন এবং মরিয়া পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে।
পাকিস্তানের বেশ কয়েকজন মন্ত্রী দাবি করেছেন যে, ভারতের কাছ থেকে সামরিক আক্রমণ আসন্ন। এইসবের মধ্যেই বুধবার পাকিস্তানের শেয়ার বাজারে ধস নেমেছে। তবে দিল্লি এসব য়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি।
