আজকাল ওয়েবডেস্ক: প্রায় ছয় মাস বন্ধ থাকার পর অবশেষে পুণ্যার্থীদের জন্য খুলতে চলেছে কেদারনাথ মন্দিরের দরজা। প্রতি বছর শীতকালে প্রবল তুষারপাতের কারণে উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় অবস্থিত এই বিখ্যাত শৈবতীর্থের দরজা বন্ধ করে দেওয়া হয়। এই বছর, আগামীকাল ২ মে থেকেই শুরু হয়ে যাচ্ছে কেদারনাথ যাত্রা। 

প্রসঙ্গত, পূজার্চনার মধ্যে দিয়ে মন্দিরের কপাট খোলার আগে, রীতি অনুযায়ী কেদারনাথের বিগ্রহ যাত্রা হবে। হিন্দু মতে, এই যাত্রায় শীতকালীন আবাস উখিমঠের ওঙ্কারেশ্বর মন্দির থেকে কেদারনাথ ধামের উদ্দেশ্যে রওনা দেন ভগবান। বিভিন্ন স্থানে পূজিত হতে হতে এই ডোলি ২রা মে কেদারনাথ মন্দির প্রাঙ্গণে পৌঁছবে। 

প্রতি বছরের মতো এবারও হাজার হাজার পুণ্যার্থীর সমাগমের কথা মাথায় রেখে উত্তরাখণ্ড সরকার এবং জেলা প্রশাসনের তরফ থেকে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই যাত্রীদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে এবং যাত্রা শুরুর আগে অবশ্যই রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে অনুরোধ করা হয়েছে। এ বছর দর্শনার্থীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে নতুন টোকেন দেওয়ার পদ্ধতি চালু করা হচ্ছে। এই পদ্ধতিতে এক একবারে প্রতি ঘণ্টায় প্রায় ১৪০০ পুণ্যার্থী মন্দিরে প্রবেশ করতে পারবেন। সঙ্গমে ১০টি কাউন্টার থেকে এই টোকেন বিলি করা হবে। দর্শনের সময় কখন, তা এই টোকেনে দেওয়া নম্বর দেখে বোঝা যাবে আগে থেকেই। ফলে এখন থেকে আর পুণ্যার্থীদের ঘণ্টার পর ঘণ্টা লাইন দিতে হবে না বলেই মনে করছে প্রশাসন। এছাড়াও তীর্থযাত্রীদের থাকার ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা, সুরক্ষা এবং যাতায়াতের সুবিধার দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে বলে খবর স্থানীয় প্রশাসন সূত্রে।