আজকাল ওয়েবডেস্ক: কলকাতার পর চেন্নাইয়ের বিরুদ্ধে ফিরল চাহাল জাদু। বুধবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন তারকা স্পিনার। যুজবেন্দ্র চাহালের এই কীর্তিতে সোশ্যাল মিডিয়ায় অভিনন্দনের বন্যা। তারমধ্যে নজর কাড়ে আরজে মাহভাশের বার্তা। তিনি লেখেন, 'ভগবান মোড অন করা আছে নাকি? যুজবেন্দ্র চাহালের মধ্যে একজন সৈনিকের শক্তি আছে।' ইনস্টাগ্রামে পোস্ট করা এই কমেন্ট মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। শুধু চাহালের ভূয়সী প্রশংসার জন্য নয়, দু'জনের ডেটিং গুজবের জন্য। এই পোস্ট দেখে ফ্যানদের আগ্রহ বেড়ে যায়। বেশ কয়েকদিন ধরে তারকা স্পিনারের পারফরম্যান্স নিয়ে বার্তা পোস্ট করে নজরে এসেছেন। এদিনও ব্যতিক্রম নয়। 

চিপকে ১৯তম ওভারে বাজিমাত চাহালের। ৫ উইকেটে ১৭৭ রান ছিল চেন্নাইয়ের। তারপরের ছয় বলে চার উইকেট। ফেরান এমএস ধোনি, দীপক হুডা, অংশুল কম্বোজ এবং নূর আহমেদকে। ৩ ওভারে ৩২ রানে ৪ উইকেট তুলে নেন। চাহালকে ছক্কা হাঁকানোর পরের বলেই আউট হন ধোনি। নূর আহমেদকে আউট করে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন। আইপিএলে এক ওভারে চার উইকেট নেওয়া এলিট বোলারদের ক্লাবে যোগ দিলেন। এটা চাহালের দ্বিতীয় আইপিএল হ্যাটট্রিক। এই নিয়ে ন'বার এক ইনিংসে চার বা তারও বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন। আইপিএলের ইতিহাসে যা সর্বোচ্চ।