সংবাদ সংস্থা মুম্বই: বলিউডে যখন একের পর এক বড় প্রজেক্টের ঢেউ, ঠিক তখনই নিজের নতুন অ্যাকশন-কমেডি ছবি ‘ভূতনি’ নিয়ে খানিক চুপচাপ সঞ্জয় দত্ত। ছবির প্রচারও বেশ ফিকে। তবে সম্প্রতি ছবির নতুন গান ‘আয় রে বাবা’-র প্রকাশ অনুষ্ঠানে এসে অভিনেতার মুখে ফুটে উঠল এক গভীর ক্ষোভ —বলিউডের ভাঙন এবং তাঁর নিজের ছবির প্রতি ইন্ডাস্ট্রির ‘উপেক্ষা’।
সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, মঞ্চে দাঁড়িয়ে আবেগ ধরে রাখতে পারলেন না সঞ্জয়। বললেন, “দুঃখ হয়… ইন্ডাস্ট্রি আজ ভাগ হয়ে গেছে। আগে আমরা একটা পরিবার ছিলাম। এখনও আছি, তবে একটু যেন বিপথে চলে গিয়েছি, দূরে সরে যাচ্ছি। প্রত্যেকটা ছবি ইন্ডাস্ট্রির জন্য গুরুত্বপূর্ণ। তাই প্রতিটা ছবিকে সমান সুযোগ দেওয়া উচিত।” তিনি আরও বলেন, “আজ ‘ভূতনি’ হয়তো খুব বেশি প্রচারের আলো পাচ্ছে না, কিন্তু আমি জানি ছবিটা অনেক দূর যাবে। আমি শুধু চাই, আবার যেন আমরা এক পরিবার হয়ে একসঙ্গে দাঁড়াই, একে অপরকে সাহায্য করি। তাহলেই এই ইন্ডাস্ট্রি আরও বড় হয়ে উঠবে।”
পরিচালক সিদ্ধান্ত সচদেবের এই হরর-কমেডি ছবিতে সঞ্জয়ের সঙ্গে রয়েছেন মৌনি রায়, পলক তিওয়ারি, সানি সিং, আসিফ খান ও বিউনিক-সহ একাধিক মুখ। ছবিটি প্রযোজনা করেছেন হুনর মুকুট ও মান্যতা দত্ত। মুক্তির দিন প্রথমে ১৮ এপ্রিল ধার্য হলেও, শেষ পর্যন্ত ‘ভূতনি’ মুক্তি পাবে ১ মে।
