আজকাল ওয়েবডেস্ক: ব্রাজিলের কোচ হওয়ার দৌড়ে কার্লো অ্যানচেলোত্তি। এমনই খবর স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কায়। যদি তাই হয়, তাহলে রিয়াল মাদ্রিদ পর্ব শেষ করেই ব্রাজিলের কোচ হবেন তিনি।
অন্য সূত্রের খবর, ১৪ জুন থেকে শুরু হবে ফিফা ক্লাব বিশ্বকাপ। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অ্যানচেলোত্তি চলে গেলে প্রাক্তন কোচ স্যান্টিয়াগো সোলারিকে দায়িত্ব দেওয়া হতে পারে।
রিয়ালের সঙ্গে অ্যানচেলোত্তির চুক্তি ২০২৬ সাল পর্যন্ত। ইতালীয় কোচ এখনও পর্যন্ত ট্রফি দিতে পারেননি রিয়ালকে। যদিও লা লিগায় এখনও একটা আশা রয়েছে রিয়ালের।
খবরের ভিতরের খবর, অ্যানচেলোত্তিকে দলে পেতে মরিয়া হয়ে উঠেছে ব্রাজিল। সম্প্রতি বিশ্বকাপের যোগ্যতা পর্বের ম্যাচে আর্জেন্টিনার কাছে বিধ্বস্ত হয়েছে ব্রাজিল। অ্যানচেলোত্তি কি ব্রাজিলকে ফিরিয়ে নিয়ে যেতে পারবেন আগের সময়ে?
