আজকাল ওয়েবডেস্ক: দিনে দিনে কদর বাড়ছে অনলাইন ক্যাবের। বর্তমান সময়ে বিশেষ করে, বর্তমান প্রজন্ম ঝুঁকছে অনলাইনব ক্যাব ব্যবহারে। চালকদের সমীক্ষায় এবার উঠে এল বড় তথ্য। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, জেন-জেড চালকরা, ক্যাব চালানোর সময় মাঝে মাঝেই তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন।


আমেরিকার ২০০০ অ্যাপ ক্যাব চালকদের নিয়ে একটি সমীক্ষা করা হয়েছিল। তাতেই উঠে এসেছে এই তথ্য। কী এই তথ্য? সমীক্ষায় জানা গিয়েছে, বেশিরভাগ বর্তমান প্রজন্মের চালকরা ক্যাব চালানোর সময় তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন ফোনের অপর প্রান্তের কারও না কারও সঙ্গে। বেশিরভাগ চালক গাড়ি চালানোর সময় নিজেদের স্মার্ট ফোন ব্যবহার করে থাকেন।  

১৭ শতাংশ বলছেন, গাড়ি চালানোর সময় চালকরা ফোনে অন্যান্যদের সঙ্গে তর্ক-বিতর্ক করেছে। ১৫ শতাংশ জানাচ্ছে, বহু চালক গাড়িতে বসে থাকা যাত্রীদের সঙ্গেই তর্কে জড়িয়েছেন। ডিজিটাল বীমা কোম্পানি, লেমনেড এই সমীক্ষা চালিয়েছে।  

সমীক্ষায় জানা গিয়েছে, গাড়ি চালানোর সময় এই প্রজন্মের ৬৪ শতাংশ চালক, ফোন ব্যবহার করে গান চালানোর জন্য। ৫৪ শতাংশ ফোন ব্যবহার করেন পথের দিক নির্দেশ পেতে। বিশেষজ্ঞদের মতে, অনেকেই গাড়ি চালানোর সময় বিক্ষিপ্ত হন, তবে জেন জেড চালকরা বেশি বিক্ষিপ্ত হন। তবে এই প্রজন্মের চালকদের মধ্যে ক্লান্ত হলেও গাড়ি চালানোর হার অনেক বেশি।