আজকাল ওয়েবডেস্ক:‌ রাজস্থান তাঁকে মেগা নিলামেই তুলে নিয়েছিল ১ কোটি ১০ লক্ষ টাকায়। ভুল যে করেনি তার প্রমাণ সোমবারের ম্যাচ। মাত্র ৩৫ বলে শতরান করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে ১৪ বছরের বৈভব সূর্যবংশী। কিন্তু এই লড়াইটা একদম সহজ ছিল না। ছেলের ক্রিকেটের প্রতি ভালবাসা দেখে কৃষিজমি বিক্রি করে দিয়েছিলেন বাবা সঞ্জীব সূর্যবংশী। 


বৈভবের দুরন্ত ইনিংসের পর বিহার ক্রিকেট সংস্থা একটি ভিডিও প্রকাশ করেছে। সেই ভিডিওয় বৈভবের বাবাকে বলতে শোনা গেছে, ‘আমাদের গ্রাম, বিহার ও দেশকে গর্বিত করেছে বৈভব। ভীষণ খুশি। এই বিষয়টা উপভোগ করছি। রাজস্থান রয়্যালসকে ধন্যবাদ। ওরাই বৈভবকে তৈরি করেছে।’‌


ওই ভিডিওয় কোচ রাহুল দ্রাবিড়কেও ধন্যবাদ জানিয়েছেন বৈভবের বাবা। তাঁকে বলতে শোনা গেছে, ‘‌বৈভবের খেলার যে উন্নতি হয়েছে তার জন্য রাজস্থান রয়্যালসের হেড কোচ রাহুল দ্রাবিড় ও বাকি সাপোর্ট স্টাফদের ধন্যবাদ দেব। বৈভব নিজেও অনেক পরিশ্রম করেছে। তার ফল এই শতরান।’‌ বৈভবের বাবার কথায়, ‘‌বিহার ক্রিকেট সংস্থার সচিব রাকেশ তিওয়ারিকেও ধন্যবাদ। তিনিই বিহার দলে বৈভবকে সুযোগ করে দিয়েছিলেন। তার ফলেই এত কম বয়সে এত উঁচু জায়গায় যেতে পারল বৈভব।’‌


আর ম্যাচ শেষে বৈভব বলেছে, ‘‌মা–বাবার জন্যই আজ এই জায়গায় আসতে পেরেছি। আমার ভরণপোষণের জন্য বাবা কাজ পর্যন্ত ছেড়ে দিয়েছিলেন। আমার বড় দাদা এখন সেই কাজ দেখাশোনা করছে। সংসার চলছে অনেক কষ্টে। বাবার অবদান কোনওদিন ভুলব না।’‌ মায়ের অবদান নিয়ে বলেছেন, ‘‌মা প্রতিদিন ভোরে উঠে আমার জন্য খাবার তৈরি করে দিতেন। মাত্র তিন ঘণ্টা ঘুমোতেন।’‌