আজকাল ওয়েবডেস্ক: কোপা দেল রে ফাইনালে বার্সেলোনার বিরুদ্ধে ম্যাচ চলাকালীন রেফারির প্রতি ক্ষোভ প্রকাশের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইলেন রিয়াল মাদ্রিদের সেন্টার-ব্যাক আন্তোনিও রুডিগার।
অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে রেফারির উদ্দেশে আইস প্যাক ছুড়ে মারার ঘটনাকে কেন্দ্র করে রুডিগার সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ হারানোর জন্য দুঃখ প্রকাশ করেন।
রুডিগারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা ৪ থেকে ১২ ম্যাচের হতে পারে। এমনটাই জানাচ্ছে স্প্যানিশ মিডিয়া। এমনকী মাস হিসেবেও রুডিগারকে নিষিদ্ধ করতে পারে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। এর ফলে সব থেকে ক্ষতিগ্রস্ত হল রিয়াল। কারণ এখন লা লিগার ফয়সলা হয়নি।
রুডিগারের এহেন কাজে রীতিমতো বিরক্ত জার্মানিকে বিশ্বকাপ এনে দেওয়া অধিনায়ক লোথার ম্যাথাউজ। তাঁর মতে রুডিগারের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। ম্যাথাউজকে বলতে শোনা গিয়েছে, ''ও উন্মাদ হয়ে গিয়েছিল। নিজের উপরে নিয়ন্ত্রণ ছিল না। রুডিগার একজন জার্মান খেলোয়াড়। সবাই ওকে উদাহরণ হিসেবে দেখতে পারে। ফাইনালে সব ভুলে গিয়েছিল রুডিগার।''
আরেক জার্মান ফুটবলার ডিটমার হামানও রুডিগারের এহেন আচরণ মেনে নিতে পারেননি। তাঁর মতে, জার্মানির জাতীয় দল থেকে নিষিদ্ধ করা উচিত রুডিগারকে।
