আজকাল ওয়েবডেস্ক: বেকহ্যাম পরিবারে বড় ফাটল। ডেভিড বেকহ্যাম এবং ভিক্টোরিয়া বেকহ্যামকে আইনি নোটিস পাঠাল ছেলে ব্রুকলিন বেকহ্যাম। চিঠির বয়ানে লেখা আছে, সোশ্যাল মিডিয়ায় তাঁকে ট্যাগ করতে পারবে না তাঁর মা এবং বাবা। কয়েকদিন আগেই ইনস্টাগ্রামে ডেভিড বেকহ্যাম, ভিক্টোরিয়া বেকহ্যাম এবং ছোট ভাইকে ব্লক করে দেন ব্রুকলিন। নিজের হ্যান্ডেলে একটি রোস্ট চিকেনের ছবি পোস্ট করেছিলেন। তাতে লাইক দেন ভিক্টোরিয়া। তারপরই নিজের পরিবারকে ব্লক করে দেন বেকহ্যামের বড় ছেলে। তবে নিজের দাদু-ঠাকুমা বা আত্মীয়-স্বজনকে ব্লক করেননি। নিজের পোস্টে তাঁদের লাইক এবং কমেন্ট আনন্দে গ্রহণ করেন।
একটি ব্রিটিশ সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, গত গরমে ডেভিড এবং ভিক্টোরিয়াকে প্রথম আইনি নোটিস পাঠান ব্রুকলিন। তাতে তাঁদের মধ্যে যাবতীয় কথাবার্তা, আলোচনা আইনজীবীর মাধ্যমে করার অনুরোধ জানান। কিন্তু সেই অনুরোধ রাখতে পারেননি ডেভিড এবং ভিক্টোরিয়া। তারপরই নিজের স্ত্রী নিকোলার সঙ্গে মিলে তাঁদের ব্লক করেন ব্রুকলিন। একটি রিপোর্টে বলা হয়েছে, 'এই হৃদয়বিদারক গল্পের সত্যতা অনেকেই জানে না। সবাই ভাবে হয়তো ব্রুকলিন সঠিক কাজ করেনি। গত গরমে ও একটি চিঠি পাঠিয়েছিল বেকহ্যাম পরিবারকে। সেখানে যাবতীয় কথাবার্তা আইনজীবীর মাধ্যমে করতে বলা হয়। ও গোপনে নিজেদের মধ্যে মিটমাট করে নিতে চেয়েছিল। ওর মনে হয়েছে, ওর মা-বাবা এটা মানেনি। ওর সঙ্গে যোগাযোগ না করে, অনলাইনে মন্তব্য করা হয়েছে।'
এই ঘটনায় মিটমাটের সম্ভাবনা যে আরও কমল, সেটা জানান সেই সূত্র। তবে ডেভিড এবং ভিক্টোরিয়ার হয়েও সওয়াল করেন। জানান, তাঁদের কোনও উপায় ছিল না। তিনি বলেন, 'ডেভিড এবং ভিক্টোরিয়া ওদের প্রিয় বড় ছেলেকে জানাতে চেয়েছে, ওর জন্য ওদের দরজা সবসময় খোলা। ওরা এখনও ওর কথা চিন্তা করে। এই চিঠির পর ব্রুকলিনের সঙ্গে যোগাযোগ করার কোনও রাস্তা ছিল না ওদের কাছে। ওরা কী করত? ওদেরও কোনও খারাপ উদ্দেশ্য ছিল না। ওরাও চিন্তিত।' প্রথমে বেকহ্যামের ছেলের স্ত্রী নিকোলা পেলটজের সঙ্গে ঝামেলার সূত্রপাত বেকহ্যাম দম্পতির। এরপর একাধিকবার সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করেন ভিক্টোরিয়া। তবে তাতে ভালোর তুলনায় খারাপই হয়েছে। এবার থেকে বড় ছেলের সঙ্গে শুধুমাত্র আইনি মাধ্যমে যোগাযোগ থাকবে ডেভিড এবং ভিক্টোরিয়ার। যার ফলে সমস্যা মেটার সম্ভাবনা আরও কমে গেল।
