আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার থেকে শুরু হতে চলেছে উইমেন্স প্রিমিয়ার লিগের চতুর্থ মরশুম। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হতে চলেছে এবারের ডব্লিউপিএল।

টানটান ক্রিকেটের উত্তেজনার সঙ্গে থাকছে হাই-এনার্জির বিনোদনের মেলবন্ধন। ভারতের মহিলা দলের বিশ্বকাপ জয়ের পর এবারের উইমেন্স প্রিমিয়ার লিগ আরও জমজমাট হবে বলেই মনে করছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

সে কারণে ডব্লিউপিএলের উদ্বোধনী অনুষ্ঠানও অত্যন্ত জমকালো করা হয়েছে বোর্ডের তরফে। মহিলাদের ক্রিকেটের দ্রুত অগ্রগতি ও জনপ্রিয়তা তুলে ধরতেই বিসিসিআই এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে।

এই অনুষ্ঠান ইতিমধ্যেই সমর্থকদের মধ্যে বাড়তি উত্তেজনা তৈরি করেছে। উইমেন্স প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে নভি মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে।

জানা গিয়েছে, সন্ধ্যা ৬.৩০ নাগাদ শুরু হবে উইমেন্স প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠান। এক ঘণ্টা অনুষ্ঠানে পর সন্ধ্যা ৭.৩০ নাগাদ শুরু হবে মরশুমের প্রথম ম্যাচ।

ডব্লিউপিএলের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। পাশাপাশি অনলাইনে জিওসিনেমা অ্যাপ ও ওয়েবসাইটে লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থাও থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ ও জনপ্রিয় র‍্যাপার ইয়ো ইয়ো হানি সিং। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ২০২১ সালের মিস ইউনিভার্স হারনাজ সান্ধু।

মরশুমের শুরুতে তারকাখচিত এই উদ্বোধনী অনুষ্ঠানে স্টেডিয়াম ফুল হাউস থাকার সম্ভাবনা রয়েছে। এদিনের উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

ফলে নভি মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ‘কার্টেন রেইজার’-এর দিকেই থাকবে সব নজর। জানা গিয়েছে, জ্যাকলিন ফার্নান্ডেজের পারফরম্যান্সের মূল থিম হবে খেলাধুলায় মহিলাদের আত্মবিশ্বাস ও সাহস উদযাপন করা। অন্যদিকে, হানি সিং তাঁর জনপ্রিয় র‍্যাপ পরিবেশনের মাধ্যমে দর্শকদের মাতাবেন।