আজকাল ওয়েবডেস্ক:‌ শচীন তেন্ডুলকারের নজির ভাঙার সুযোগ রয়েছে বিরাট কোহলির সামনে। সঙ্গে ভেঙে দিতে পারেন বেশ কিছু নজির। নিউজিল্যান্ড সিরিজেই সেই রেকর্ডগুলি ভেঙে ফেলতে পারেন কোহলি। 


১১ জানুয়ারি থেকে শুরু হবে কিউয়িদের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এটা ঘটনা, নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে সর্বাধিক রান করা ভারতীয় ক্রিকেটার হলেন শচীন। ৪১ ইনিংসে ১৭৫০ রান রয়েছে তাঁর। গড় ৪৬.০৫। রয়েছে ৫টি সেঞ্চুরি এবং ৮টি হাফসেঞ্চুরি। আর কোহলি কিউয়িদের বিরুদ্ধে ৩৩ ইনিংসে ১৬৫৭ রান করেছেন। অর্থাৎ আর ৯৪ রান করলেই শচীনকে ছাপিয়ে যাবেন বিরাট। 


ওয়ানডেতে কোহলির গড় ৫৫.২৩। অর্থাৎ এই দিক থেকে ইতিমধ্যেই তিনি টপকে গিয়েছেন শচীনকে। এর মধ্যে কিউয়িদের বিরুদ্ধে ৬টি সেঞ্চুরি এবং ৯টি হাফসেঞ্চুরি রয়েছে। অর্থাৎ শচীনের থেকে এই জায়গাতেও এগিয়ে বিরাট। 


প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি ওয়ানডেতে বিরাট করেছিলেন ৩০২ রান। গড় ১০০–র উপরে। তাছাড়াও ২০২৫ সালে ১৩ ইনিংসে মোট ৬৫১ রান করেছেন। গড় ৬৫.১০। যা একই ক্যালেন্ডার বছরে সর্বাধিক রানের নজির। এরপর বিজয় হাজারেতে প্রথম ম্যাচে ১৩১ রানের পর গুজরাটের বিরুদ্ধে ৬১ বলে ৭৭ রান করেন বিরাট।


নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ রান করা ভারতীয় ক্রিকেটাররা হলেন শচীন তেন্ডুলকার (‌১৭৫০)‌, বিরাট কোহলি (‌১৬৫৭)‌, বীরেন্দ্র শেহবাগ (‌১১৫৭)‌, মহম্মদ আজহারউদ্দিন (‌১১১৮)‌, সৌরভ গাঙ্গুলি (‌১০৭৯)‌। 


এছাড়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে একাধিক নজির গড়তে পারেন কোহলি। মাত্র ২৫ রান করলেই আন্তর্জাতিক ক্রিকেটে ২৮ হাজার রান পূর্ণ করবেন তিনি। আর ৪২ রান করলে শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গকারাকে টপকে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হিসাবে নজির গড়বেন কোহলি। এটা ঘটনা, ৫৫৬টি ম্যাচে ২৭৯৭৫ রান করেছেন কোহলি। গড় ৫২.৫৮। এর মধ্যে রয়েছে ৮৪টি সেঞ্চুরি, ১৪৫টি হাফসেঞ্চুরি।


এই মুহূর্তে একদিনের আন্তর্জাতিকে রানের তালিকায় প্রথম পাঁচে থাকা ক্রিকেটাররা হলেন, শচীন তেন্ডুলকার (‌৩৪৩৫৭)‌, কুমার সাঙ্গাকারা (‌২৮০১৬)‌, বিরাট কোহলি (‌২৭৯৭৫)‌, রিকি পন্টিং (‌২৭৪৮৩)‌ ও মাহেলা জয়বর্ধনে (‌২৫৯৫৭)‌।