নিজস্ব সংবাদদাতা: টলিউডে ঋতাভরীর প্রেমচর্চা এখন তুঙ্গে। কিছুদিন আগেই সুমিত অরোরার সঙ্গে বাগদান সেরেছেন অভিনেত্রী। স্টুডিওপাড়ার খবর, চলতি বছরেই গাঁটছড়া বাঁধতে চলেছেন জুটি।
মাঝে মধ্যেই ঋতাভরী মুম্বইতে সুমিতের সঙ্গে গিয়েও থাকেন। আর এবার বিমানবন্দরে তাঁকে দেখে নিজের আবেগ ধরে রাখতে পারলেন না অভিনেত্রী। সুমিতকে দেখেই বুকে জড়িয়ে ধরলেন ঋতাভরী। আর সেই আলিঙ্গন বেশ দীর্ঘ। এই ভিডিও ভাগ করে ঋতাভরী লেখেন, ‘বিমানবন্দরের প্রতিটি আলিঙ্গন দীর্ঘ! আমরা যত বেশি দূরে থাকি ততবেশি দীর্ঘ হয় এই আলিঙ্গন। দীর্ঘ দূরত্ব ভয়ঙ্কর। কিন্তু যদি আপনি সঠিক ব্যক্তিকে খুঁজে পান। তবে প্রতিবারের মূল্য যেন...৬ বছর। আমরা একসঙ্গে ছিলাম বা আমরা আলাদা ছিলাম, সবসময়ই অনুভূতি একই রকম। যখন আমরা একে অপরকে দেখি তখন একই রকম উত্তেজনা হয়।’
প্রসঙ্গত, ডিসেম্বর মাসে তাইল্যান্ডে ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে ডেস্টিনেশন ওয়েডিংয়ের পরিকল্পনা রয়েছে অভিনেত্রীর। বাঙালি ও পঞ্জাবি দুই মতেই বিয়ে হবে। ডেস্টিনেশন ওয়েডিং অনুষ্ঠান হবে একেবারে ঘরোয়া ভাবেই। তবে রিসেপশন পার্টি হবে জাঁকজমকপূর্ণ ভাবেই। কলকাতা, মুম্বই দুই জায়গাতেই আলাদা পার্টি হবে কিনা, তা এখনও জানা যায়নি।
