আজকাল ওয়েবডেস্ক: গ্রীষ্মকালে নিত্যদিনের সঙ্গী এয়ার কন্ডিশনার। গনগনে গরমের হাত থেকে বাঁচার একমাত্র সহায় এই একটাই যন্ত্র। শুধু ব্যবহার করলেই হল না, এসির সঙ্গে বিদ্যুতের বিল বেড়ে যাওয়ার আশঙ্কাও থাকে। কয়েকটি সহজ কৌশল মেনে চললে বিদ্যুতের খরচে লাগাম টানতে পারেন৷ জেনে নেওয়া যাক সেই বিষয়ে-

*সঠিক তাপমাত্রায় এসি চালালে বিদ্যুৎ বিল বাঁচাতে পারবেন। ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি (বিইই) অনুসারে, আমাদের শরীরের জন্য সর্বোত্তম তাপমাত্রা হল ২৪ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রায় এসি ব্যবহার করলে বিল খুব বেশি আসবে না।

*অনেকে শুধু রিমোট ব্যবহার করেই এসি বন্ধ করে দেন।  কিন্তু মেইন সুইচ বন্ধ করতে ভুলবেন না। অন্যথায় বিশাল বিদ্যুতের বিল আসতে পারে।

*রাতে এসি ব্যবহার করলে টাইমার ব্যবহার করতে পারেন। এতে নির্ধারিত সময়ের পরে আপনার এসি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। বিদ্যুৎ বিলও কমে আসবে। রাতে ঘুমোনোর সময় এসিটি স্লিপ মোডে রাখতে পারেন।

*এসি চালানোর সময়ে ঠিক মতো জানালা এবং দরজা বন্ধ রাখুন । এতে যেমন ঘর ঠিকমতো ঠান্ডা হবে, তেমনই দীর্ঘ সময় ধরে এসি চালানোর প্রয়োজন হবে না।

*সপ্তাহে একদিন এসির ফিল্টার পরিষ্কার করুন। সময় মতো সার্ভিসিং করান। সময়ে সময়ে এসি সার্ভিসিং করালে বিদ্যুৎ বিল কম আসবে।

*এসির তাপমাত্রা খুব বেশি কমিয়ে রাখবেন না, প্রয়োজনে এসির সঙ্গে সিলিং ফ্যান চালান।