স্ত্রীকে নিয়ম করে ঘনঘন বেড়াতে নিয়ে যেতে হবে। বাদ দেওয়া যাবে না শপিং। মোদ্দাকোথায় স্ত্রীর সমস্ত দাবি পূরণ করতে হবে স্বামীকে। নইলেই বিপদ! হতে পারে ৩ বছর পর্যন্ত জেল! সম্প্রতি সমাজমাধ্যমে এমনই একটি তথ্য ঘুরে বেড়াচ্ছে। এই সংক্রান্ত একাধিক রিল, ভিডিও এমনকী পোস্ট দেখা যাচ্ছে। আর এই তথ্য নিয়েই শুরু হয়েছে বিভ্রান্তি। ভারত সরকার কি সত্যিই এমন কোনও নতুন আইন নিয়ে এসেছে? 

সমাজমাধ্যমে এই সংক্রান্ত যে পোস্ট বা রিল ভাইরাল হয়েছে সেখানে দাবি করা হচ্ছে এটা ভারত সরকারের নতুন আইন। মহিলাদের নিরাপত্তা দেওয়ার জন্য, তাঁদের স্বার্থ রক্ষার জন্য এই আইন আনা হয়েছে। কিন্তু তাই বলে একজন ব্যক্তির পক্ষে স্ত্রীকে ঘনঘন বেড়াতে নিয়ে যাওয়া বা শপিং করানো কী সম্ভব? যদিও বা সম্ভব হয়, এই সংক্রান্ত আইন কি কোনও সরকার আনতে পারে? সুস্থ মস্তিষ্কের, বুদ্ধি আছে, বা যাঁরা একটু সচেতন তাঁদের পক্ষে বিশ্বাস করা সম্ভব হচ্ছে না এই খবর। আর ঠিকই! এই তথ্য একেবারেই ভুল। ভারত সরকার এমন কোনও আইন তৈরি করেনি। স্বামী স্ত্রীকে শপিং না করালে, বেড়াতে না নিয়ে গেলে মোটেই তাঁকে জেলে যেতে হবে না। 

তবে হ্যাঁ, গার্হস্থ্য হিংসার শিকার হলে ভারতীয় পেনাল কোডের ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট বা ৪৯৮ এ রয়েছে। কোনও মহিলা যদি শ্বশুর বাড়িতে হিংসার শিকার হন, তাঁর উপর অত্যাচার করা হয়, বাইরে বেরোতে না দেওয়া হয় তবে তিনি আইনের দ্বারস্থ হতে পারেন। তবে এই ধরনের ভাইরাল নিউজ কেবলই লাইক, কমেন্ট পাওয়ার জন্যই বা ভাইরাল হওয়ার জন্যই করা হয়। এর কোনও বাস্তব ভিত্তি নেই।