আজকাল ওয়েবডেস্ক: হ্যান্সি ফ্লিকের অধীনে সম্পূর্ণ বদলে গিয়েছে বার্সেলোনা। ইতিমধ্যেই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে চলতি মরশুমে টানা তিনবার হারিয়েছে তারা।
শনিবার রাতে কোপা দেল রে ফাইনালে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন করে ৩-২ ব্যবধানে জয় লাভ করার পর এফসি বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিক ঘোষণা করলেন যে এই মরশুমে তাদের মূল লক্ষ্য ট্রেবল জয়।
ম্যাচের পর সাংবাদিকদের সামনে ফ্লিক জানান, বার্সেলোনার জন্য এটা "স্বপ্নের রাত"। জার্মান কোচ ফ্লিক জানান, তাঁর দলের ফুটবলারদের এখন সেলিব্রেশন করা উচিত। কিন্তু এরপর ইন্টার মিলানের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগের জন্য চিন্তা করতে হবে।
তিনি বলেন, 'আমি খুবই গর্বিত। আমার কাছে এটা অবিশ্বাস্য যে আমার দলের ফুটবলাররা লড়াই করে, হার মানতে জানে না। আমি তাদের প্রচেষ্টাকে অত্যন্ত শ্রদ্ধা করি। ক্লাব, সমর্থক, সবাই এই দলের জন্য গর্বিত।'
ফ্লিক আরও যোগ করেন, 'রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে শিরোপা জয় সব সময়ই বিশেষ। আমি আমার ফুটবলার এবং হাজার হাজার সমর্থকের জন্য খুব খুশি, যারা গ্যালারিতে উপস্থিত ছিলেন। এখন প্রধান লক্ষ্য হল উদযাপন করা এবং তারপরে দ্রুত অনুশীলনে ফেরা। ট্রেবল জেতা একটা লক্ষ্য অবশ্যই।'
উল্লেখ্য, এটি ছিল চলতি মরশুমে রিয়ালের বিরুদ্ধে বার্সার তৃতীয় টানা জয়। অক্টোবরে লা লিগায় সান্তিয়াগো বার্নাবেউয়ে ৪-০ ব্যবধানে জয়, জানুয়ারিতে সৌদি আরবে স্প্যানিশ সুপার কাপে ৫-২ ব্যবধানে জয়ের পর, এবার কোপা দেল রে ফাইনালেও এল ক্লাসিকো জিতল বার্সেলোনা।
