আজকাল ওয়েবডেস্ক: কোপা দেল রে জিতে নিজের লক্ষ্যটা স্থির করে ফেলেছেন বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। আরও বড় দুটি ট্রফি জিতে ত্রিমুকুট জিততে চান বার্সা কোচ।
বারুদে ঠাসা ম্যাচে বার্সেলোনা ৩-২ গোলে হারায় রিয়াল মাদ্রিদকে। লা লিগা জেতার সুযোগ রয়েছে বার্সার সামনে। লিগ টেবিলে শীর্ষে বার্সা। দুই নম্বরে রিয়াল। বার্সার থেকে ৪ পয়েন্টে পিছিয়ে রিয়াল। চ্যাম্পিয়ন্স লিগ জয়ের আশা রয়েছে বার্সেলোনার। বুধবার ইন্টার মিলানের বিরুদ্ধে খেলা বার্সেলোনার।
ফ্লিক বলছেন, ''রিয়াল মাদ্রিদকে হারিয়ে খেতাব জেতা নিঃসন্দেহে বড় ব্যাপার। ট্রেবল জেতার সুযোগ আমাদের রয়েছে।''
রিয়ালের বিরুদ্ধে বার্সেলোনার এটা টানা তৃতীয় জয়। আগের দুটি ম্যাচ জিতেছে লা লিগা ও স্প্যানিশ সুপার কাপে।
লা লিগায় বার্সেলোনার পরের ম্যাচ ভায়াদোলিদের বিরুদ্ধে। ১১ মে মরশুমের আরও একটি এল ক্লাসিকো। ওই ম্যাচটিই লা লিগার ভাগ্য নির্ধারণ করবে।
