আজকাল ওয়েবডেস্ক: সোমবার বড়দিনের সকালে মুর্শিদাবাদে নবগ্রাম থানার পলসন্ডা মোড় সংলগ্ন এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। পুলিশ সূত্রে জানা গেছে মৃত ওই বাইক আরোহীর নাম বিবেক কুমার মণ্ডল (২৪)। তাঁর বাড়ি ইসলামপুর থানা চাটরা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার সকালে বিবেক নিজের মোটরসাইকেল চালিয়ে বহরমপুরের দিক থেকে পলসন্ডার দিকে যাচ্ছিলেন। সেই সময় শিবপুর ও গোগ্রামের মধ্যবর্তী একটি এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর একটি লরি তাঁর মোটরসাইকেলটিকে পিছন থেকে ধাক্কা মারে। লরির ধাক্কায় বাইক থেকে ছিটকে পড়েন বিবেক। গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন- বিবেক একটি লরির পেছনে ধীরগতিতে মোটরসাইকেল চালিয়ে পলসন্ডার দিকে যাচ্ছিলেন। কিন্তু সামনের লরিটি হঠাৎ করে ব্রেক কষে দাঁড়িয়ে গেলে বিবেকও তাঁর মোটরসাইকেলটি দাঁড় করিয়ে দেন। সেই সময়ে পিছন থেকে একটি লরি দ্রুত গতিতে এসে বিবেকের বাইকে পিছন থেকে ধাক্কা মারে।
নবগ্রাম থানার পুলিশ ইতিমধ্যেই ঘাতক গাড়িটিকে আটক করেছে।