আজকাল ওয়েবডেস্ক: পহেলগাঁও-এ সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার পর জঙ্গিদের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ নিল জম্মু ও কাশ্মীর প্রশাসন ও নিরাপত্তাবাহিনী। হামলায় ২৬ জন নিহত হন, যাদের মধ্যে অধিকাংশই পর্যটক।
গতকাল থেকে শুরু হওয়া অভিযানে পাঁচজন সক্রিয় লস্কর-ই-তৈবা জঙ্গির বাড়ি ধ্বংস করা হয়েছে। বিজবেহারার আদিল হুসেন ঠোকার ও ত্রালের আসিফ শেখ এবং আদিল শেখের বাড়ি ধ্বংস করা হয়। পুলওয়ামার মুরানে আহসান শেখের বাড়ি ও শোপিয়ানের চোটিপোরায় শাহিদ আহমেদের বাড়িও আইইডি বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়েছে। কুলগামের কিমোহ এলাকায় জাকির গনির বাড়িও ভেঙে ফেলা হয়।
২২ এপ্রিল, পহেলগামের কাছে বৈসরান মীডোতে পাঁচ থেকে ছয়জন জঙ্গি পর্যটকদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। এই এলাকাকে 'মিনি সুইজারল্যান্ড' বলা হয়। নিহতদের মধ্যে সংযুক্ত আরব আমিরশাহি ও নেপালের দুই বিদেশিও ছিলেন।
ঘটনার দায় স্বীকার করেছে লস্করের শাখা সংগঠন, দ্য রেসিস্ট্যান্স ফ্রন্ট।
জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ একে "সাম্প্রতিক বছরগুলিতে সাধারণ নাগরিকদের বিরুদ্ধে সবচেয়ে ভয়ঙ্কর হামলা" বলে উল্লেখ করেছেন।
