আজকাল ওয়েবডেস্ক: নির্বাচন জিতে বেশ ভাবনা চিন্তা করেই মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রীর কুর্সিতে মোহন যাদবকে বসিয়েছে গেরুয়া শিবির। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী এবার তাঁর মন্ত্রিসভার সম্প্রসারণ করছেন। সোমবার তাঁর ক্যাবিনেটে যুক্ত হবেন ২৮ জন মন্ত্রী। কারা রয়েছেন এই তালিকায়, সূত্রের খবর, এই নির্বাচনে লড়াই করেছেন এরকম বেশ কয়েকজন বর্ষীয়ান নেতার নাম রয়েছে তালিকায়। তবে আগের মন্ত্রিসভার কয়েকজন মন্ত্রীর যাদবের ক্যাবিনেটে থাকার জল্পনা রয়েছে সে রাজ্যের রাজনীতির অলিন্দে। জানা গিয়েছে ইতিমধ্যে ২৮ জনের নামের তালিকা রাজ্যপালের কাছে জমা দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিকেল সাড়ে ৩টা নাগাদ তাঁদের শপথ নেওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, জল্পনা শেষে গত ১৩ ডিসেম্বর মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মোহন যাদব।