আজকাল ওয়েবডেস্ক: চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে দুর্দান্ত বল করে সানরাইজার্স হায়দরাবাদের বোলাররা। মাত্র ১৫৪ রানে আটকে রাখে। ৮ বল বাকি থাকতেই জয়ে পৌঁছে যায় প্যাট কামিন্সের দল। আইপিএল থেকে প্রায় ছিটকে দেয় চেন্নাই সুপার কিংসকে। জিতে প্লে অফের দৌড়ে থাকার উচ্ছ্বাস যত না নজর কেড়েছে, তার থেকে অনেক বেশি চোখে পড়েছে কাব্য মারানের একটি ভিডিও। যা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। কী করেছেন সানরাইজার্সের মালকিন? চার উইকেট নিয়ে ম্যাচের সেরা হন হর্ষল প্যাটেল। কিন্তু সপ্তম ওভারে একটি মারাত্মক ভুল করে বসেন। জিশান আনসারির বলে লং অফে একটি নিয়মিত ক্যাচ ফস্কান হায়দরাবাদের পেসার। তখন ৮ রানে ব্যাট করছিলেন রবীন্দ্র জাদেজা। তার পরে যা ঘটল, সেটা হতাশার নয়, বরং ভাইরাল হওয়ার মুহূর্ত।
ক্যামেরা সানরাইজার্সের মালকিন কাব্য মারানের দিকে ঘুরতেই চমক অপেক্ষা করছিল। স্ট্যান্ডে অদ্ভুত অনুভূতির মুহূর্ত ধরা পড়ে লেন্সে। যা আশ্চর্য এবং হতাশার মাঝামাঝি। ঠিক ফ্যানদের মতো হতাশা ব্যক্ত করেন ফ্র্যাঞ্চাইজির কর্ণধার। কে বলবেন তিনি সানরাইজার্সের মালকিন! মুহূর্তের জন্য তিনি পুরো ফ্যান গার্ল। দু'হাত শূন্যে ছুড়ে বসেই উঠে পড়েন। এই সহজ ক্যাচ মিস মেনে নিতে পারেননি। এই দৃশ্য মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ১৭ বলে ২১ রান করেন জাদেজা। কিন্তু দুরন্ত প্রত্যাবর্তন করেন হর্ষল। চার উইকেট নিয়ে ম্যাচের সেরা সানরাইজার্সের পেসার।
