টেবিলের সামনে তিন ধরনের কেক। পাশে মা-বাবা, রুক্মিণী মৈত্র। ২৪ ডিসেম্বরের রাত থেকেই জন্মদিনের উদযাপন শুরু। ২৫ ডিসেম্বর দেব অধিকারীর দিন। উইকিপিডিয়া বলছে, ৪১টা বসন্ত কাটিয়ে ফেলেছেন প্রযোজক-নায়ক। ২২ ডিসেম্বর মুক্তি পেয়েছে অভিজিৎ সেনের ‘প্রধান’। ইন্সপেক্টর ‘দীপক প্রধান’ যথারীতি ব্লকবাস্টার। আরও একবার অ্যাসিড টেস্টে উত্তীর্ণ পরান বন্দ্যোপাধ্যায়-দেবের রসায়ন। ২৪ ডিসেম্বর দক্ষিণ কলকাতার এক অভিজাত মাল্টিপ্লেক্সে দর্শকদের মুখোমুখি তিনি। শো শেষ হতেই দেবদর্শন করে অনুরাগীরা উল্লসিত। নিজস্বী তোলার বায়না মিটিয়ে আগাম উদযাপন শুরু। উপহারে পুলিশের উর্দির আকারে কেক।
যে বছর থেকে প্রযোজক হয়েছেন সেই বছর থেকে দেব সান্তাক্লস। প্রতি বছর একটা করে ভাল ছবি উপহার দেন ভক্তদের। ভক্তরাও সুদসমেত ফিরিয়ে দেন সেই ভালবাসা। প্রত্যেকটি ছবি বাণিজ্যিক দিক থেকে সফল। গত তিন বছরে সেই সাফল্য ফুলেফেঁপে চারগুণ। জন্মদিনের আগের রাতে তারই ঝলক দেব-রুক্মিণীর সামাজিক পাতা। রুক্মিণী এদিন সিক্যুইন জ্যাকেট-গাউনে রাতপরি। হল ভিজিটে দেব সেজেছিলেন সাদা জ্যাকেটে।একমুখ দাড়িগোঁফেও সুপুরুষ তিনি। পরে রাতে পোশাক বদলে সবুজ জ্যাকেটে ক্যাজুয়াল। তাঁর ‘দেবী’ও ততক্ষণে বদলে নিয়েছেন পোশাক। দুটো চকোলেট কেক আর প্রধান স্পেশ্যাল কেক কেটে তাঁরা উল্লাসে মেতেছেন। ভোর রাতে গাড়িতে যেতে যেতেই খাওয়া সেরেছেন। দেবের হাতে থালায় পরোটা, তড়কা, আচার! বাকি যায়নি ভাঁড়ের চা-ও। সমস্ত ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ভাগ করে নিয়েছেন ‘বার্থডে বয়’।
২০২৩ আরও একটি কারণে বিশেষ দেবের কাছে। গত বছর তিনি আর মিঠুন চক্রবর্তী একই শিবিরের সৈন্য ছিলেন। এবছর তাঁরা প্রেক্ষাগৃহে যুযুধান। মিঠুনের ‘কাবুলিওয়ালা’, দেবের ‘প্রধান’ মুক্তি পেয়েছে একই দিনে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, ইতিমধ্যেই প্রযোজক-অভিনেতার ছবি ১০.৬ কোটি টিকিট বিক্রি করে ফেলেছে। মিঠুনের ছবির টিকিট বিক্রি হয়েছে ৬.১৯ কোটি। রবিবার বিক্রির পরিমাণ সর্বোচ্চ। উদযাপনের মেজাজে শহর। সঙ্গী একাধিক হিন্দি-বাংলা ছবি। তবে শাহরুখ খানের ‘ডানকি’র দাপটেও ম্যাজিক দেখিয়েছেন দেব। এদিন ‘প্রধান’-এর মোট ৯টা শো হাউজফুল। ৪৮টি শো প্রায় হাউজফুল। ‘কাবুলিওয়ালা’র ৫টি শো হাউজফুল। ৩৮টি শো প্রায় হাউজফুল।
যে বছর থেকে প্রযোজক হয়েছেন সেই বছর থেকে দেব সান্তাক্লস। প্রতি বছর একটা করে ভাল ছবি উপহার দেন ভক্তদের। ভক্তরাও সুদসমেত ফিরিয়ে দেন সেই ভালবাসা। প্রত্যেকটি ছবি বাণিজ্যিক দিক থেকে সফল। গত তিন বছরে সেই সাফল্য ফুলেফেঁপে চারগুণ। জন্মদিনের আগের রাতে তারই ঝলক দেব-রুক্মিণীর সামাজিক পাতা। রুক্মিণী এদিন সিক্যুইন জ্যাকেট-গাউনে রাতপরি। হল ভিজিটে দেব সেজেছিলেন সাদা জ্যাকেটে।একমুখ দাড়িগোঁফেও সুপুরুষ তিনি। পরে রাতে পোশাক বদলে সবুজ জ্যাকেটে ক্যাজুয়াল। তাঁর ‘দেবী’ও ততক্ষণে বদলে নিয়েছেন পোশাক। দুটো চকোলেট কেক আর প্রধান স্পেশ্যাল কেক কেটে তাঁরা উল্লাসে মেতেছেন। ভোর রাতে গাড়িতে যেতে যেতেই খাওয়া সেরেছেন। দেবের হাতে থালায় পরোটা, তড়কা, আচার! বাকি যায়নি ভাঁড়ের চা-ও। সমস্ত ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ভাগ করে নিয়েছেন ‘বার্থডে বয়’।
২০২৩ আরও একটি কারণে বিশেষ দেবের কাছে। গত বছর তিনি আর মিঠুন চক্রবর্তী একই শিবিরের সৈন্য ছিলেন। এবছর তাঁরা প্রেক্ষাগৃহে যুযুধান। মিঠুনের ‘কাবুলিওয়ালা’, দেবের ‘প্রধান’ মুক্তি পেয়েছে একই দিনে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, ইতিমধ্যেই প্রযোজক-অভিনেতার ছবি ১০.৬ কোটি টিকিট বিক্রি করে ফেলেছে। মিঠুনের ছবির টিকিট বিক্রি হয়েছে ৬.১৯ কোটি। রবিবার বিক্রির পরিমাণ সর্বোচ্চ। উদযাপনের মেজাজে শহর। সঙ্গী একাধিক হিন্দি-বাংলা ছবি। তবে শাহরুখ খানের ‘ডানকি’র দাপটেও ম্যাজিক দেখিয়েছেন দেব। এদিন ‘প্রধান’-এর মোট ৯টা শো হাউজফুল। ৪৮টি শো প্রায় হাউজফুল। ‘কাবুলিওয়ালা’র ৫টি শো হাউজফুল। ৩৮টি শো প্রায় হাউজফুল।
