আজকাল ওয়েবডেস্ক: ত্বকের জেল্লা বাড়াতে রূপচর্চায় আগ্রহী ব্যক্তিরা বিভিন্ন সময় বিভিন্ন প্রাকৃতিক কৌশলের উপর ভরসা রাখেন। কিন্তু তাই বলে শামুক? হ্যাঁ, রূপটানের দুনিয়ায় রয়েছে এমন এক ফেসিয়াল যাতে ব্যবহৃত হয় শামুক। এই পদ্ধতিতে শামুকের দেহ থেকে নিঃসৃত মিউসিন ব্যবহার করা হয়। যাঁরা এই পদ্ধতিতে বিশ্বাসী তাঁদের মতে, এই নিঃসরণে বিভিন্ন উপকারী উপাদান থাকে। যেমন- হায়ালুরোনিক অ্যাসিড, গ্লাইকোলিক অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট এবং পেপটাইড, যা ত্বককে ময়েশ্চারাইজ করতে, কোলাজেন উৎপাদন করতে এবং ত্বকের পুনরুজ্জীবনে সাহায্য করে।
কীভাবে করা হয় এই ফেসিয়াল?
স্নেল ফেসিয়াল করার পদ্ধতি বিভিন্ন স্পা বা বিউটি ক্লিনিকে ভিন্ন হতে পারে, তবে সাধারণভাবে কিছু ধাপ অনুসরণ করা হয়।
১. ত্বক পরিষ্কার: প্রথমে মুখ ভাল ভাবে পরিষ্কার করে মেকআপ ও অন্যান্য ময়লা দূর করা হয়।
২. স্ক্রাবিং (ঐচ্ছিক): ত্বককে আরও ভাল ভাবে প্রস্তুত করার জন্য হালকা স্ক্রাব ব্যবহার করা হতে পারে।
৩. শামুকের নিঃসরণ প্রয়োগ: এরপর কিছু ক্লিনিকে সরাসরি জীবন্ত শামুক মুখের উপর ছেড়ে দেওয়া হয় এবং তারা যখন চলাচল করে তখন তাদের নিঃসরণ ত্বকের সংস্পর্শে আসে।
কিছু ক্ষেত্রে, শামুকের নিঃসরণ সংগ্রহ করে সেটি ত্বকে লাগানো হয়।
তবে, এই ফেসিয়ালের কার্যকারিতা এবং নিরাপত্তা নিয়ে আরও বৈজ্ঞানিক গবেষণার প্রয়োজন রয়েছে। ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে এর জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। বৈজ্ঞানিক পরীক্ষায় প্রমাণিত না হওয়া পর্যন্ত চোখ বুজে এই ফেসিয়ালে ভরসা করা উচিত নয়।
