আজকাল ওয়েবডেস্ক: দশ টাকার একটি নোট। তাতেই ছোট ছোট করে লেখা প্রেমপত্র। সেই দশ টাকার নোটের ছবিই হু হু করে ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়। যা দেখেই মন-ভাঙা প্রেমিক যুবকের জন্য চিন্তা প্রকাশ করলেন নেটিজেনরা। প্রেমপত্র প্রেমিকার কাছে না পৌঁছলে, যুবক শেষমেশ কী পদক্ষেপ করলেন, তা ঘিরেও কৌতূহল তুঙ্গে সকলের।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি দশ টাকার নোটের ছবি। নোটের একপাশে লেখা রয়েছে প্রেমিকার উদ্দেশে কিছু বার্তা। হিন্দিতে লেখা রয়েছে, ফতেহপুর স্টেশনে দাঁড়িয়ে রয়েছেন যুবক। সেখানেই যেন দেখা করেন প্রেমিকা। না আসলে চরম পদক্ষেপ করবেন তিনি। দশ টাকার নোটে প্রেমিকাকে যুবক লিখেছেন, 'স্টেশনে দাঁড়িয়ে রয়েছি। এখানেই দেখা করো। দেখা না করলে আমি আত্মহত্যা করব।'
জানা গেছে, কোনও একটি স্টেশনেই পাওয়া গিয়েছে এই দশ টাকার নোটটি। যার ছবি তুলে কেউ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। যা বর্তমানে ভাইরাল সমাজমাধ্যমে। অনেকেই জিজ্ঞাসা করেছেন, যুবক কি আদৌ বেঁচে আছেন? একজন লিখেছেন, 'প্রেমে অন্ধ হলে দিগ্বিদিক জ্ঞান হারিয়ে ফেলেন অনেকে।' একজন আবার লিখেছেন, 'এমন পাগল প্রেমিক আজকাল দেখা যায় না। আমি চাই, এই যুবকের জীবনে প্রেম ফিরে আসুক।'
