আজকাল ওয়েবডেস্ক: তামিলনাড়ুর তিরুচিরাপল্লির একটি সরকারি স্কুলে মিড-ডে মিল খাওয়ার পর ১৫ জন ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়ে। তাদের বমি ও পেট ব্যথার উপসর্গ দেখা দেয়। চিকিৎসক দল এসে গ্লুকোজ ও ওষুধ দেয়, পরে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়।

মোট ৫৩ জন পড়ুয়ার মধ্যে এই ঘটনা ঘটে। খাবার ও পানির নমুনা পরীক্ষার পরই বিষক্রিয়ার প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে চিকিৎসকরা। পুলিশ তদন্ত শুরু করেছে।

অন্যদিকে, ফেব্রুয়ারিতে তেলেঙ্গানার এনএমআইএমএস (Narsee Monjee Institute of Management Studies)-এ ৮০ জন ছাত্র অসুস্থ হয়। কলেজ কর্তৃপক্ষ দাবি করে তারা ক্যাম্পাসের বাইরে খেয়ে অসুস্থ হয়েছে, যদিও ছাত্রদের অভিযোগ, ক্যাম্পাসের মধ্যেই খাবার খেয়ে তারা অসুস্থ হয় এবং চিকিৎসাও ক্যাম্পাসেই হয়।

উভয় ঘটনাই মিড-ডে মিল ও ছাত্রছাত্রীদের খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।