আজকাল ওয়েবডেস্ক: তাঁরা চিরকাল প্রতিপক্ষই থেকে গেলেন। একই দলের হয়ে খেলা আর হল না। এবার হয়তো ফুটবলপাগলদের সেই আক্ষেপ মিটতে চলেছে। মেসি ও রোনাল্ডো একই দলের জার্সি পিঠে চাপিয়ে খেলবেন। আর সেটা হবে আর্জেন্টাইন মহাতারকা কার্লোস তেভেজের ফেয়ারওয়েল ম্যাচে।
যতই দুই তারকা একই দলের হয়ে খেলুন, সম্প্রতি মেসির এক সাক্ষাৎকার নিয়ে দারুণ আলোড়ন তৈরি হয়েছে। সেই সাক্ষাৎকারে মেসিকে প্রশ্ন করা হয়েছিল, তাঁর সন্তানরা কাদের খেলা পছন্দ করে। সেই প্রশ্নের জবাবে মেসি নিজের নামও নেননি, রোনাল্ডোরও নাম উত্থাপ্পন করেননি।
রোনাল্ডোর নাম না নেওয়ায় সিআর সেভেন-এর ভক্তরা অবাক হয়েছে। মেসি নিজের নাম না বলায় বিস্মিত হননি মেসি-ভক্তরা।
প্রশ্নের উত্তরে মেসি বলেন, বাচ্চারা সব দেখে। সব অনুকরণ করে। তাঁর তিন ছেলে যাঁদের অনুকরণ করে, তাঁদের নাম বলেন মেসি। তাঁরা হলেন, এমবাপে, ভিনিসিয়াস, ইয়ামাল, লেভানডস্কি ও হালান্ড।
০০৫ থেকে ১০ বছর মেসির সঙ্গে জাতীয় দলের হয়ে খেলেছেন তেভেজ। রোনাল্ডোর সঙ্গে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে খেলেছেন বছর দুয়েক। সেই তেভেজেরই বিদায়ী ম্যাচে একই দলের হয়ে খেলতে দেখা যাবে বিশ্ব ফুটবলের দুই মহাতারকাকে। একই দলের জার্সিতে খেলবেন তাঁরা। এই প্রথমবার হয়তো।
