আজকাল ওয়েবডেস্ক:আগেও টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু বদলের অনুরোধ জানিয়ে আইসিসি-কে মেল করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়ার অনুরোধ জানিয়ে দ্বিতীয়বার মেল করল বিসিবি। নিরাপত্তার আশঙ্কার কথা তুলে ধরা হয়েছে সেই মেলে।
৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সূচি অনুযায়ী ভারতের মাটিতে চারটি ম্যাচ খেলার কথা বাংলাদেশের। তার মধ্যে তিনটি ম্যাচ ইডেন গার্ডেন্সে। একটি ম্যাচ মুম্বইয়ে।
মুস্তাফিজুর রহমান-বিতর্ক বড় আকার ধারণ করার পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার কাছে মেল পাঠিয়ে বাংলাদেশের ম্যাচের ভেন্যু বদলের আবেদন করে। তার উত্তরে আইসিসি বুধবার জানায় প্রতিযোগিতার এক মাস আগে ম্যাচের কেন্দ্র বদল করা কঠিন।
বিসিবি দ্বিতীয় মেল পাঠানোর পরে আইসিসি কী জবাব দেয়, সেটাই এখন দেখার।
এদিকে আইসিসি প্রথম মেলের জবাব দেওয়ার পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে সাক্ষাৎ করেন। তার পরে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের জানান, ভারতে নিরাপদে খেলার মতো পরিস্থিতি নেই। আইসিসি অবশ্য প্রথম মেলে জানিয়েছে, বাংলাদেশ যে নিরাপত্তার আশঙ্কার কথা তুলে ধরেছে, সেরকম কিছু হবে না।
বিসিবি-র দ্বিতীয় মেলের পরে আইসিসি কি মেনে নেবে তাদের অনুরোধ? প্রশ্ন রয়েছে অনেক কিন্তু উত্তরের দেখা নেই।
মুস্তাফিজুর রহমানকে নিয়ে এক অভূতপূর্ব পরিস্থিতি তৈরি হয়েছে। বিসিসিআই-এর নির্দেশে কলকাতা নাইট রাইডার্স তারকা পেসারকে ছেড়ে দেওয়ার পর থেকেই ঘটনাপ্রবাহ অন্য দিকে মোড় নিতে শুরু করেছে। এর শেষ কোথায় সেটাই এখন দেখার।
