আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়েও নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে উপেক্ষিত থেকে গিয়েছেন রুতুরাজ গায়কোয়াড়। সেই রুতুরাজের ব্যাট কথা বলল বিজয় হাজারে ট্রফিতে। মহারাষ্ট্রের ব্যাটার রুতুরাজ গোয়ার বিরুদ্ধে সেঞ্চুরি করলেন। সেই সঙ্গে ৫০ ওভারের ঘরোয়া টুর্নামেন্টে সর্বাধিক সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন।
পাঁচে ব্যাট করতে নামেন রুতুরাজ। তার আগে দ্রুত উইকেট হারিয়ে মহারাষ্ট্র চাপে পড়ে গিয়েছিল। কিন্তু রুতুরাজ ইনিংসের হাল ধরেন। সঙ্গী হিসেবে পান ভিকি অস্টওয়ালকে। সপ্তম উইকেটে দুই ব্যাটার ১০৮ রান জোড়েন। এই দুই জনের ব্যাট মহারাষ্ট্রকে বিপদের হাত থেকে টেনে তোলে। শেষমেশ রুতুরাজ ১৩১ বলে ১৩৪ রানে অপরাজিত থেকে যান। শেষ পর্যন্ত মহারাষ্ট্র ৫০ ওভারে সাত উইকেটে ২৪৯ রান করে। বিজয় হাজারে ট্রফিতে এটা ১৫ নম্বর সেঞ্চুরি রুতুরাজের।
মহারাষ্ট্রের সতীর্থ অঙ্কিত বাওয়ানের সঙ্গে একই বন্ধনীতে নাম রুতুরাজের। বিজয় হাজারেতে অঙ্কিতের শতরানের সংখ্যা আর রুতুরাজের সেঞ্চুরির সংখ্যা এক। ঘটনাক্রমে রুতুরাজ ৫৯টি ইনিংসে এই মাইলফলক ছোঁন। অন্যদিকে বাওয়ানে ৯৪ ইনিংসে।
এই শতরানের টাইমিং দুর্দান্ত। রায়পুরে দেশের জার্সিতে প্রথম সেঞ্চুরি হাঁকিয়েছিলেন রুতুরাজ। তবুও নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সিরিজের দলে ডাক পাননি তিনি। কিউয়িদের বিরুদ্ধে রুতুরাজকে জাতীয় দলে না নেওয়ায় দেশের প্রাক্তন ক্রিকেটার রবিন উত্থাপ্পা বিতর্কিত মন্তব্য করে বসেন। তিনি বলেন, ''জাতীয় দলে জায়গা পেতে হলে লড়ে যেতে হবে। বের করতে হবে লড়াইয়ের রাস্তা। বিশেষ করে মুম্বই, দিল্লি, এবং পাঞ্জাব --এই তিনটি বড় রাজ্য থেকে না এলে সুযোগ পাওয়া কঠিন। দলে জায়গা পেতে হলে লড়াই চালিয়ে যেতেই হবে।''
২০২২ সালে ওয়ানডেতে অভিষেক ঘটে গায়কোয়াড়ের। কিন্তু তারপর থেকে জাতীয় দলে আর সেভাবে সুযোগ পেলেন কোথায়! ৯টি ম্যাচে গায়কোয়াড় ২২৮ রান করেছেন। তার মধ্যে রয়েছে একটি সেঞ্চুরি ও একটি পঞ্চাশ।
