সংবাদ সংস্থা মুম্বই: কেঁপে উঠেছে কাশ্মীর! পহালগাওঁয়ে  ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু, আরও ২০ জন জখম। এই মর্মান্তিক ঘটনার বিরুদ্ধে মুখ খুললেন বলিউডের নামী তারকারা। তাঁদের মধ্যে অন্যতম বিখ্যাত গীতিকার তথা চিত্রনাট্যকার জাভেদ আখতার। 

 

বুধবার এক্স-এ ক্ষোভে ফেটে পড়লেন বর্ষীয়ান ও জনপ্রিয় এই লেখক-গীতিকার। সরাসরি হুঁশিয়ারি দিয়ে জাভেদ আখতার বললেন— “যা-ই হোক, যতই মূল্য দিক, যেটুকুই ঝুঁকি থাকুক— পহালগাওঁয়ের জঙ্গিরা কোনওভাবেই ছাড় পেতে পারে না। এই গণহত্যাকারীদের নিজেদের জীবন দিয়েই এর মূল্য চোকাতে হবে।”

 

?ref_src=twsrc%5Etfw">April 23, 2025

জাভেদের এই টুইটে সায় দিয়েছেন অসংখ্য নেটিজেন। কেউ লিখেছেন, “শুধু জঙ্গিরা নয়, যারা ওদের মদত দেয়, তারাও যেন শাস্তি পায়। এখন আর ভদ্রতার খেলা খেলার সময় নেই।” আরও একজন লিখেছেন, “এদের প্রতি এতটুকুও সহানুভূতি নয়। এই বর্বরতার বিরুদ্ধে গোটা দুনিয়ার একসঙ্গে রুখে দাঁড়ানো উচিত।” কেউ আবার বলেছেন, “জাভেদ সাহেব, আপনার মতো প্রভাবশালী মানুষরা যদি এরকম সাহসের সঙ্গে কথা বলেন, তাহলে সাধারণ মানুষ একলা বোধ করে না।”

 

অন্যদিকে, ফারহান আখতারও ইনস্টাগ্রামে লিখেছেন— “পহালগাওঁয়ে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় হতবাক, শোকস্তব্ধ। নিরীহ মানুষের ওপর এমন হিংসা মেনে নেওয়া যায় না। এই নৃশংসতার তীব্র নিন্দা করি। প্রার্থনা রইল নিহতদের পরিবারের জন্য। কাশ্মীরবাসীর পাশে আছি।” আলিয়া ভাট, অনুশকা শর্মা, সঞ্জয় দত্ত, ভিকি কৌশল, করিনা কাপুরের মতো বলিউড তারকারাও এই জঘন্য ঘটনার বিরুদ্ধে সরব হয়েছেন।

 

মঙ্গলবার দুপুর তিনটের সময়, জম্মু-কাশ্মীরের ‘মিনি সুইৎজারল্যান্ড’ নামে পরিচিত  বৈসারন উপত্যকায় নিরীহ পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা। গুলি চলার শব্দে এলাকা থমথমে হয়ে ওঠে, নিরাপত্তা বাহিনী পৌঁছলে শুরু হয় অভিযান। এই ঘটনার পরে সৌদি সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্র স্পষ্ট জানিয়েছে— “এই কাপুরুষোচিত ঘটনার কঠোর জবাব মিলবে, অপরাধীরা কোনওভাবেই ছাড় পাবে না।”