আজকাল ওয়েবডেস্ক: রাজাদের পরিবার নিয়ে অনেকের মধ্যে অনেক কৌতুহল থাকে। সেখানে ব্রিটিশ পরিবার থেকে শুরু করে সৌদি আরবের রাজ পরিবার। এরা সকলেই সকলের দৃষ্টি আকর্ষণ করে থাকেন।


তবে এই সোনার প্রসাদের পিছনে তাদের এমন কিছু গল্প থাকে যেগুলি নজরে পড়ে না অনেকের। তেমনই একটি কাহিনী রয়েছে সৌদি আরবের প্রিন্স আল ওয়ালিদকে নিয়ে। তাঁকে সকলেই স্লিপিং প্রিন্স বা ঘুমের যুবরাজ বলে ডাকেন।


প্রিন্স আল ওয়ালিদ চলতি মাসে ১৮ এপ্রিল নিজের ৩৬ তম জন্মদিন পালন করেছেন। তবে কেন তাঁকে ঘুমের যুবরাজ বলে সকলে ডাকেন এবার জেনে নিন সেই তথ্য। বিগত ২০ বছর ধরে এই যুবরাজ কোমাতে রয়েছেন। একটি ভয়ানক দুর্ঘটনার শিকার হয়েছিলেন এই যুবরাজ। সময়টা ছিল ২০০৫ সাল। এরপর থেকে টানা ২০ বছর ধরে তিনি কোমাতে রয়েছেন। সেইসময় তিনি মিলিটারি কলেজে পড়াশোনা করতেন।


রিয়াধের কিং আব্দুলগাজী মেডিক্যাল সিটি হাসপাতালে বছরের পর বছর ধরে ভর্তি রয়েছেন এই প্রিন্স। এই ২০ বছর ধরে এই প্রিন্স রয়েছে ভেন্টিলেটরে। একটি টিউব দিয়ে তিনি খাবার খান। তাকে সর্বদাই লাইফ সিস্টেমে রাখা হয়েছে। যদি এটি সরিয়ে নেওয়া হয় তাহলে তিনি তখনই মারা যাবেন।

 


২০১৯ সালে এই প্রিন্স সামান্য কিছু বলার চেষ্টা করেছিলেন। তারপর থেকে তিনি একেবারে ঘুমের দেশে রয়েছেন। তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে বহুযুগ থেকে তারা প্রিন্সের জেগে ওঠার অপেক্ষায় রয়েছেন। তবে কবে সেই স্বপ্নপূরণ হবে সেটা কেউ জানে না।