নিজস্ব সংবাদদাতা: ধারাবাহিক থেকে অভিনয় জগতে পথ চলা শুরু হয়েছিল সায়ক চক্রবর্তীর। বর্তমানে সমাজমাধ্যমেও দারুণ জনপ্রিয় সায়ক। শুধু অভিনেতা নন, ব্লগার হিসাবেও এখন দর্শকের মনে জায়গা করে নিয়েছেন সায়ক চক্রবর্তী। 

 


বর্তমানে তাঁকে দেখা যাচ্ছে জি বাংলার 'তুই আমার হিরো' ধারাবাহিকে। গল্পের নায়ক শাক্যজিতের ভাই হয়েছে সে। নতুন মেগায় অভিনয় করতে গিয়ে নাকি প্রেমে পড়েছেন সায়ক! নিজেই এই কথা সমাজমাধ্যমে জানিয়েছেন অভিনেতা। 

 


ওই ধারাবাহিকে অভিনয় করছেন অনুরাধা মুখোপাধ্যায়। সায়ক নাকি তাঁরই প্রেমে পড়েছেন। সমাজমাধ্যমে অনুরাধার সঙ্গে ছবি ভাগ করে তিনি লেখেন, 'এই ছাপোসা সাধারণ মেয়েটিকে কিন্তু আমার পছন্দ হয়েছে। মাকেও জানিয়ে দিয়েছি। আচ্ছা এরকম কারওর সঙ্গে হয়েছে যে দাদার বিয়েতে গিয়ে দাদার শালিকে ভাল লেগেছে?'


সায়কের ক্যাপশনের শেষ লাইনেই স্পষ্ট হয়েছে তাঁর প্রেম আসলে বাস্তবে নয়, পর্দায়। ধারাবাহিকের গল্পে দেখানো হচ্ছে নায়িকা আরশির দিদিকে বেশ‌ মনে ধরেছে সায়কের। আরশির দিদির চরিত্রে দেখা যাচ্ছে অনুরাধাকে। গল্পের আঙ্গিকেই অনুরাধার প্রেমে পড়েছেন বলে জানিয়েছেন সায়ক। যদিও তাঁদেরকে সত্যিই ধারাবাহিকে জুটি হিসাবে দেখা যাবে কিনা তা এখনও জানা যায়নি।