'মিঠাই' ধারাবাহিকের হাত ধরে পেয়েছিলেন খ্যাতি। দীর্ঘদিন ধরে চলা সেই মেগা যেন বাংলার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে হল এই ধারাবাহিককে। অসম্ভব জনপ্রিয়তা, খ্যাতি অর্জন করেন সৌমিতৃষা কুণ্ডু। তাঁর নিজের নামের বদলে বাংলার ঘরে ঘরে তিনি যেন আদতেই 'মিঠাই' হয়ে উঠেন। তবে সেই ধারাবাহিক শেষ হওয়ার পর আপাতত বিনোদনের অন্যান্য মাধ্যমে কাজ করছেন সৌমিতৃষা। আগামীতে কি কখনও ছোটপর্দায় ফিরবেন? কী জানালেন আজকাল ডট কমকে? 

সম্প্রতি একটি ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে, বিনোদনের বিভিন্ন মাধ্যমের মধ্যে যে সূক্ষ্ম ফারাক রয়েছে তা ক্রমশ মুছে যাচ্ছে। অনেকেই যেমন ছোটপর্দা থেকে বড়পর্দায় যাচ্ছেন, কাজ করছেন, তেমন অনেকেই আবার বড়পর্দা থেকে ছোটপর্দায় ফিরেছেন। সদ্যই স্বস্তিকা দত্ত, শোলাঙ্কি রায়, সহ একাধিক অভিনেতা, অভিনেত্রী ছোটপর্দায় কামব্যাক করেছেন দীর্ঘ সময় পর। সৌমিতৃষা কুণ্ডুও কি 'মিঠাই' ধারাবাহিকের পর আবারও ছোটপর্দায় আসছেন? অভিনেত্রী এই বিস স্পষ্ট জবাব না দিলেও সম্ভাবনাকে উড়িয়ে দেননি। তাঁর কথায়, "এই মুহূর্তে না এরম ধরনের কথা বলা যায় না, কারণ আমাদের খুব কম কাজ হচ্ছে। তাই এটা কখনও বলা যায় না যে আমি শুধুমাত্র এটা করব, ওটা করব না। তাছাড়া একজন অভিনেতা বা অভিনেত্রীর কিন্তু এমন ধরনের কথা বলা উচিতও নয়। তোমার কাছে ভাল গল্প জরুরি, কোন মাধ্যম সেটা জরুরি নয় অতটা।" 

এদিন একই সঙ্গে সৌমিতৃষা কুণ্ডু স্বীকার করে নেন তাঁর জনপ্রিয়তা, বর্তমানে কাজ পাওয়ার ক্ষেত্রে টেলিভিশনের বিরাট বড় অবদান রয়েছে। তাঁর কথায়, "আমি তো টিভি থেকেই পরিচিতি পেয়েছি। আজকে যে আমায় অয়ন স্যার বা এসভিএফ কাস্ট করেছে, আমার কোন অভিনয়গুলো দেখে কাস্ট করেছে? যদি বলো আমার সিনেমা দেখে নিয়েছে, সিনেমার আগে তো আমি মিঠাই করেছি। সিনেমা কোনটা দেখে কাস্ট করেছে? মিঠাই দেখে। টিভি থেকেই আমি জনপ্রিয়তা পেয়েছি। ফলে সেটা তো আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে থেকেই যাবে।"

প্রসঙ্গত, 'মিঠাই' ধারাবাহিক তাঁকে খ্যাতি এনে দেয়। সেই ধারাবাহিক শেষ হওয়ার পরই বড়পর্দায় তাঁর অভিষেক ঘটে দেবের হাত ধরে। কাজ করেন 'প্রধান' ছবিতে। এরপর বিনোদনের আরেক জনপ্রিয় মাধ্যমে ওয়েব সিরিজে ডেবিউ করেন। গত বছর মুক্তি পায় 'কালরাত্রি'। হইচই প্ল্যাটফর্মের এই ওয়েব সিরিজে 'দেবী' চরিত্রে নজর কাড়েন সৌমিতৃষা কুণ্ডু। ৯ জানুয়ারি হইচইতে স্ট্রিম করা শুরু হচ্ছে এই সিরিজের দ্বিতীয় সিজন, 'কালরাত্রি ২'। পরিচালনা করেছেন অয়ন চক্রবর্তী।