কাজের সূত্রে শুক্রবার মুম্বই থেকে গুজরাতের সুরাটে পৌঁছন অভিনেতা অমিতাভ বচ্চন। তাঁর সুরাট সফরের একাধিক ছবি ও ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

একটি ভাইরাল ভিডিওয় দেখা যায়, একটি জায়গায় প্রবেশ করার সময় অমিতাভকে ঘিরে ধরে বিপুল জনতা। তাঁকে সামনে এগিয়ে নিয়ে যেতে নিরাপত্তারক্ষী ও পুলিশকে বেশ বেগ পেতে হয়। ভিড়ের চাপে কার্যত থমকে যায় পরিস্থিতি। ওই ভিডিওয় প্রতিক্রিয়া জানিয়ে এক অনুরাগী লেখেন, ‘ওঁকে একটু ছেড়ে দিন, উনি ৮৩ বছরের মানুষ।’

ভিডিওটি ঘিরে নেটিজেনদের একাংশ ক্ষোভ প্রকাশ করেন। একজন লেখেন, ‘উনি অভিনেতা ঠিকই, কিন্তু তার আগে একজন মানুষ।’ আরেকজনের মন্তব্য, ‘এভাবে ভিড় করা খুবই ভয়ঙ্কর, এটা মানসিক চাপ তৈরি করে।’ আরও এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী লেখেন, ‘বয়স্ক একজন মানুষকে এভাবে ঘিরে ধরা একেবারেই ঠিক নয়। দূর থেকেই ছবি তুলুন, বিরক্ত করবেন না।’

ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ (ISPL) সিজন ৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতেই সুরাটে গিয়েছেন অমিতাভ। শুক্রবার লালভাই কন্ট্রাক্টর স্টেডিয়ামে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। টেনিস বল দিয়ে খেলা টি-১০ ক্রিকেটকে কেন্দ্র করে প্রায় এক মাস ধরে চলবে এই প্রতিযোগিতা, যা ভারতের স্ট্রিট ক্রিকেট সংস্কৃতির উদযাপন বলেই জানানো হয়েছে আইএসপিএল-এর তরফে।

উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন মাঝি মুম্বই মুখোমুখি হবে শ্রীনগর কে বীর দলের। ম্যাচের আগে বিকেল ৫টা থেকে থাকছে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। উল্লেখ্য, মাঝি মুম্বই দলের সহ-মালিক অমিতাভ বচ্চন, তাঁর সঙ্গে রয়েছেন নীতি আগরওয়াল।

সুরাটে যাওয়ার আগে শুক্রবারই মুম্বইয়ের কালিনা বিমানবন্দরে দেখা যায় অমিতাভকে। তাঁকে গাড়ি থেকে নেমে তড়িঘড়ি করে কারও সঙ্গে কথা বলতে দেখা যায়। পাপারাৎজিদের নজরে পড়তেই হাত নেড়ে শুভেচ্ছা জানান অভিনেতা। সেদিন তিনি কালো-সাদা পোশাকে ছিলেন।
অমিতাভ বচ্চনকে শেষবার দেখা গেছে তামিল ভাষার অ্যাকশন ড্রামা ছবি ‘ভেট্টাইয়ান’-এ। টি জে জ্ঞানাভেল পরিচালিত এবং লাইকা প্রোডাকশনসের প্রযোজনায় নির্মিত এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন রজনীকান্ত, মঞ্জু ওয়ারিয়ার, ফাহাদ ফাসিল, রানা দগ্গুবাতি, ঋতিক সিং, দুষারা বিজয়ন, রোহিণী, রাও রমেশ, অভিরামী ও রমেশ তিলক।

কয়েক দিন আগেই  ‘কউন বনেগা ক্রোড়পতি’র সিজন ১৭ শেষ করলেন অমিতাভ। আবেগ সামলাতে না পেরে তিনি বলেন, “কখনও কখনও এমন কিছু মুহূর্ত আসে, যেগুলো এত গভীরভাবে অনুভব করা হয় যে শেষ প্রান্তে পৌঁছনোর সময় মনে হয়, এই তো সবে শুরু হয়েছিল। অথচ এত তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। সবকিছু যেন গতকালের ঘটনা। আজ এই খেলাটার শেষ দিনের শুরু করতে গিয়ে সেই অনুভূতিগুলোই ফিরে আসছে। আপনাদের সঙ্গে আমি আমার জীবনের এক-তৃতীয়াংশেরও বেশি সময় কাটিয়েছি, এবং এটা আমার কাছে এক বিশাল সৌভাগ্যের বিষয়।”