প্রভাসের নতুন ছবি ‘দ্য রাজা সাব’ অবশেষে মুক্তি পেয়েছে বড়পর্দায় এবং দর্শক-সমালোচকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে। এই আবহেই নতুন করে চর্চায় উঠে এসেছে অভিনেতার আরও এক বহুল প্রতীক্ষিত ছবি, ‘স্পিরিট’। সদ্য প্রকাশিত ‘স্পিরিট’-এর ফার্স্ট লুক পোস্টার ইতিমধ্যেই ভাইরাল, আর সেই পোস্টার ঘিরেই সোশ্যাল মিডিয়ায় চলছে জোর আলোচনা, বিশ্লেষণ আর নানা রকম জল্পনা। এবার সেই পোস্টার নিয়েই মুখ খুললেন ছবির পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা।

 

প্রভাস ও তৃপ্তি দিমরিকে নিয়ে তৈরিছবি  ‘স্পিরিট’-এর প্রথম পোস্টার প্রকাশের পর থেকেই ভক্তরা খুঁটিয়ে দেখছেন প্রতিটি খুঁটিনাটি ব্যাপার। পোস্টারে কে কী ধরে রেখেছে, কার অবস্থান কী বোঝাচ্ছে, অঙ্গভঙ্গি কেমন - সব নিয়েই চলছে নানান আলোচনা, জন্ম নিচ্ছে নিত্যনতুন তত্ত্ব। এই প্রসঙ্গেই একটি প্রচারমূলক অনুষ্ঠানে সন্দীপ রেড্ডি ভাঙ্গা হাজির হন প্রভাস, মালবিকা মোহনন, নিধি আগরওয়াল ও ঋদ্ধি কুমারের সঙ্গে। সেখানেই তিনি ‘স্পিরিট’-এর এই পোস্টার ও তার প্রতিক্রিয়া নিয়ে কথা বলেন।

 

সন্দীপ বলেন, “ওটা আসলে এক লিটার কাঁচের বোতল, যেটা প্রভাসের হাতে গ্লাসের মতো দেখাচ্ছে! অনেকেই আবার ভেবেছে, রেলিংয়ের ওপর আর একটা গ্লাস রাখা আছে, আর পোস্টারে দেখানো স্বামী-স্ত্রী দু’জনেই মদ্যপান করছে।” এই বক্তব্যের মাধ্যমেই পরিচালক সূক্ষ্ম ইঙ্গিত দেন, ‘স্পিরিট’-এ প্রভাস ও তৃপ্তির চরিত্র হয়তো বিবাহিত দম্পতির।

 

পোস্টারের ভাবনা কীভাবে এল, তা ব্যাখ্যা করতে গিয়ে সন্দীপ বলেন, “এই ফ্রেমটা ছবিরই একটি দৃশ্য থেকে নেওয়া। আমি ভাবছিলাম, বাহুবলীর পর প্রভাসকে কীভাবে উপস্থাপন করব? সেটা এমনই কিছু হতেই হত।”

 

পোস্টারে প্রভাসকে দেখা যাচ্ছে একেবারে ভিন্ন, রুক্ষ অবতারে। লম্বা চুল, ঘন দাড়ি ও গোঁফ -পিঠ ক্যামেরার দিকে, গায়ে কোনও পোশাক নেই। কাঁধ, বাহু ও পিঠ জুড়ে স্পষ্ট আঘাতের চিহ্ন, ব্যান্ডেজে মোড়া শরীর। পরনে ঢিলেঢালা সাদা ট্রাউজার্স। ঠোঁটে সিগারেট, এক হাতে মদের গ্লাস। তাঁর পাশে স্নিগ্ধ শাড়িতে দাঁড়িয়ে তৃপ্তি দিমরি - শান্ত, স্থির চোখে প্রভাসের সিগারেট জ্বালাচ্ছেন। দুজনের এই বৈপরীত্যই পোস্টারটিকে আরও বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।

 

 

ছবিতে আরও অভিনয় করছেন বিবেক ওবেরয়, কাঞ্চনা ও প্রকাশ রাজ। জানা যাচ্ছে, ‘স্পিরিট’-এ প্রভাসকে দেখা যাবে এক পুলিশ অফিসারের ভূমিকায়, আর তৃপ্তি দিমরি তাঁর প্রেমিকার চরিত্রে অভিনয় করছেন। যদিও ইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন ছিল, এই চরিত্রটির জন্য প্রথমে দীপিকা পাডুকোনের কথা ভাবা হয়েছিল। তবে সন্দীপ রেড্ডি ভাঙ্গার সঙ্গে কাজের সময়সূচি সংক্রান্ত মতপার্থক্যের কারণেই নাকি শেষ পর্যন্ত প্রজেক্ট থেকে সরে যান দীপিকা, এবং সেই সুযোগেই ছবিতে যুক্ত হন তৃপ্তি।

 

সব মিলিয়ে, ‘স্পিরিট’-এর ফার্স্ট লুক শুধু প্রভাসের নতুন রূপই নয়, ছবির অন্ধকার, জটিল সম্পর্ক আর চরিত্রের গভীরতার দিকেও স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে, যা ইতিমধ্যেই দর্শকদের কৌতূহল কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।