আজকাল ওয়েবডেস্ক: বড়দিনের আগে নাবালিকার বস্তাবন্দি দেহ উদ্ধারের ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল হাওড়ার সাঁকরাইলে। শনিবার থেকে নিখোঁজ ছিল ৫ বছরের ওই নাবালিকা। রবিবার হাত পা বাঁধা দেহ উদ্ধার হয়।
পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে সাঁকরাইল থানার অন্তর্গত রাজগঞ্জ বানীপুর ২ নম্বর এলাকায়। গতকাল বিকেলে খেলতে বাইরে বেরিয়েছিল সে। সন্ধের পর নাবালিকার কোনও খোঁজ পাওয়া যায়নি। বহু খোঁজাখুঁজির, এমনকী মসজিদ থেকে দুবার ঘোষণার পর ওই এলাকার একটি বাড়ির পাঁচিলের পাশ থেকে বস্তাবন্দি দেহ উদ্ধার করা হয়।
কীভাবে মৃত্যু, নেপথ্যে কারা জড়িত, তা ঘিরে ধোঁয়াশায় পরিবার। ইতিমধ্যেই থানায় অভিযোগ জানিয়েছে তারা। এলাকার সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত জারি রেখেছে পুলিশ।