আজকাল ওয়েবডেস্ক: গাড়ির বিকট হর্নে কান ঝালাফালার দিন শেষ। কারণ, ভারতীয় বাদ্যযন্ত্রের শব্দকে গাড়ির হর্ন হিসেবে ব্যবহার বাধ্যতামূলক করতে আইন প্রণয়নের কথা ভাবছে কেন্দ্র। এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গড়করি। 

এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গড়করি বলেছেন, বাঁশি, তবলা, বেহালা এবং হারমোনিয়ামের মতো শব্দ ব্যবহার করে যানবাহনের হর্নকে আরও মনোরম করে তোলা হবে। 

কেন্দ্রীয় মন্ত্রী আরও জানিয়েছেন যে, দেশের বায়ু দূষণের ৪০ শতাংশই হয় পরিবহণের হর্ন থেকে। যা মোকাবেলা করার জন্য, মোদি সরকার পরিবহণে সবুজ ও বায়ো ফুয়েল ব্যবহারে উৎসাহ দিচ্ছে। বিশেষত মিথানল ও ইথানল-জাত জ্বালানির ওপর জোর দিচ্ছে কেন্দ্র।

গড়করি গত সোমবার ভারতের অটোমোবাইল শিল্পের শক্তির কথাও তুলে ধরেন। উল্লেখ করেন যে, দুই চাকার গাড়ি এবং গাড়ি রপ্তানি থেকে সরকার বহু রাজস্ব আয় করে। তিনি জানান যে, ২০১৪ সালে ১৪ লক্ষ কোটি টাকার মূল্যের এই শিল্পটি এখন ২২ লক্ষ কোটি টাকায় উন্নীত হয়েছে। তাঁর দাবি, ভারত জাপানকে ছাপিয়ে বিশ্বব্যাপী তৃতীয় বৃহত্তম অটোমোবাইল বাজারে পরিণত হয়েছে। ভারতের আগে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চিন।