আজকাল ওয়েবডেস্ক: কেন্দ্র সরকারকে ফের একহাত নিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, বেকারত্ব দেশের সবথেকে বৃহৎ ইস্যু। যে হারে দেশে বেকারত্ব বাড়ছে তাতে আগামীদিনে আরও সমস্যা তৈরি হবে। বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল বছরে দুকোটি চাকরি দেবে সেই প্রতিশ্রুতি কোথায় গেল ? দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা এবং চাকরিতে নিয়োগ প্রক্রিয়া কেন দীর্ঘতর হচ্ছে সেবিষয়েও প্রশ্ন করেন খাড়গে। খাড়গে লেখেন, ১৫ থেকে ২৯ বছর বয়সীদের মধ্যে বেকারত্বের হার ১০ শতাংশ। দেশের এমএসএমইকে ধ্বংস করেছে বিজেপি। ফলে বেকারত্ব দেশের যুবকদের বিপথে চালিত করছে। প্রসঙ্গত, সংসদের স্মোক হামলার পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী জানিয়েছিলেন এই ঘটনার পিছনে দেশের বেকারত্বের বড় অবদান রয়েছে। এবার সেই ধারাতেই বিজেপিকে কটাক্ষ করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
