সংবাদ সংস্থা মুম্বই: কাস্টিং নিয়ে দোলাচল নতুন কিছু নয়, কিন্তু কিছু ছবি যত গড়ায়, ততই বোঝা যায় তার ভবিষ্যৎ কী হতে চলেছে। মুম্বইয়ের ২৬/১১ সন্ত্রাসী হামলা সংক্রান্ত মামলায় সরকারি কৌঁসুলি ছিলেন আইনজীবী উজ্জ্বল নিকম। ২০২৪-এ বিজেপি প্রার্থী হিসাবে কংগ্রেসের বর্ষা গায়কোয়াড়ের বিরুদ্ধে নির্বাচনে লড়েছিলেন উজ্জ্বল নিকম। তাঁর বায়োপিক নিয়ে গত বেশ কিছুদিন যাবৎ চলছিল একটা টানাপড়েন—যেখানে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানকে দেখা যাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু শেষমেশ সব জল্পনায় জল ঢেলে, এই প্রজেক্ট থেকে সরে দাঁড়িয়েছেন আমির। জোর খবর, এবার সেই জায়গায় নাকি রাজকুমার রাও-কে প্রস্তাব দিয়েছেন ছবির নির্মাতারা।  দীনেশ ভিজানের প্রযোজনায় তৈরি হতে চলা এই আলোচিত সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেতার দিকেই নাকি পছন্দের পাল্লা ঝুঁকে রয়েছে।  

 

সূত্রের খবর, “দীনেশ চাচ্ছেন রাজকুমার এই চরিত্রে থাকুন। কারণ, চরিত্রের গভীরতা, ভার আর মেজাজ—সবটাই নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে পারেন ও। প্রাথমিক কথাবার্তা ইতিবাচক হয়েছে, কিন্তু রাজ এখন ব্যস্ত বিক্রমাদিত্য মোটওয়ানের পরের ছবির জন্য প্রস্তুতিতে, যেখানে তিনি একজন স্পোর্টসম্যানের চরিত্রে অভিনয় করছেন। ফলে ফিজিক্যাল আর ইমোশনাল দুই দিকেই দারুণ চ্যালেঞ্জিং রোল। ডেট ম্যানেজ করাই এখন আসল কাজ।”

 

‘লভ সেক্স অউর ধোকা’, ‘শৈতান’, ‘কাই পো চে’, ‘সিটিলাইটস’ থেকে শুরু করে ‘ভীড়’ ও ‘স্ত্রী ২’—রাজকুমার রাও বরাবরই অভিনয় ও কনটেন্টের ভারসাম্য বজায় রেখে এগিয়েছেন। তবে এই বায়োপিকটি হতে পারে তাঁর কেরিয়ারের এমন এক ছবি, যা Shahid-এর গুণমান ছাড়িয়ে গিয়ে বক্স অফিসেও বাজিমাৎ করতে পারে। তবে এখনও ছবির কনটেন্ট একেবারেই গোপন রাখা হয়েছে। ঠিক কী কী অধ্যায় ধরা পড়বে উজ্জ্বল নিকমের জীবনের, তা এখনই জানা যাচ্ছে না।

 

উল্লেখ্য, উজ্জ্বল নিকম দেশের অন্যতম হাই-প্রোফাইল সরকারি কৌঁসুলি গুলশন কুমার হত্যাকাণ্ড, ১৯৯৩ মুম্বই বিস্ফোরণ-সহ বহু হাই-ভোল্টেজ মামলায় তিনি ছিলেন সরকারের মুখপাত্র। ২০১৬ সালে তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে ভারত সরকার। ২০২৩ সালে প্রথম শোনা গিয়েছিল, আমির খানকে প্রস্তাব দেওয়া হয়েছে এই আইকনিক চরিত্রে অভিনয়ের জন্য। যদিও আমিরকে কখনও এমন হাই-ইন্টেন্সিটি উকিলের চরিত্রে দেখা যায়নি, তাই এই ছবি নিয়ে আমির-ভক্তদের কৌতূহল ছিল তুঙ্গে।

 

অন্যদিকে, রাজকুমার রাওকে শেষবার বড়পর্দায় দেখা গিয়েছিল ‘স্ত্রী ২’ ও ‘ভিকি-বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও’ ছবিতে। এবার তাঁকে দেখা যাবে করণ শর্মা পরিচালিত কমেডি ড্রামা ‘ভুলচুক মাফ’-এ।