আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তান সুপার লিগে হতাশাজনক পারফরম্যান্সের কারণে ট্রোলের শিকার হলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বাবর আজম। তাঁর এই খারাপ ফর্ম নিয়ে মজার ছলে কটাক্ষ করল আইসল্যান্ড ক্রিকেট। নিজেদের রসিক ও ব্যঙ্গাত্মক পোস্টের জন্য সোশ্যাল মিডিয়ায় পরিচিত আইসল্যান্ড ক্রিকেট। উল্লেখ্য, পিএসএলে পেশোয়ার জালমির হয়ে খেলা বাবর এখনও পর্যন্ত তিনটি ম্যাচে মাত্র তিন রান করেছেন।

যার মধ্যে শেষ ম্যাচে তিনি আউট হন মাত্র দু’রান করে। এরপরই আইসল্যান্ড ক্রিকেট তাদের এক্স হ্যান্ডেলে এই পোস্ট করে। বাবর আজমের একটি আউট হওয়ার ভিডিও পোস্ট করে আইসল্যান্ড ক্রিকেটের তরফে লেখা হয়, ‘ক্লাস ইজ টেম্পোরারি, ফর্ম ইজ পার্মানেন্ট’। যার মূল লাইনটি হল ‘ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট’। ৩৩ বছর বয়সী বাবর আজমের জন্য সময়টা একেবারেই ভাল যাচ্ছে না।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাট হাতে ব্যর্থ হওয়ায় তাঁকে নিউজিল্যান্ডের বিপক্ষে টি২০ দলে রাখা হয়নি। ফলে চলতি পিএসএল বাবরের জন্য ছিল জাতীয় দলে ফেরার বড় সুযোগ। সেখানে এখনও পর্যন্ত ফর্মে ফিরতে পারেননি বাবর।

?ref_src=twsrc%5Etfw">April 19, 2025

কিন্তু বাবরের ব্যর্থতার পরও পেশোয়ার জালমি ঘুরে দাঁড়িয়েছে দুর্দান্তভাবে। শুরুতেই কয়েকটি উইকেট হারালেও দলের মিডল অর্ডার দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে মুলতান সুলতান্সের বিরুদ্ধে ২২৭ রানের বিশাল স্কোর তোলে। এরপর বোলারদের বিধ্বংসী বোলিংয়ে প্রতিপক্ষকে মাত্র ১০৭ রানে অলআউট করে ১২০ রানের বড় জয় তুলে নেয় জালমি।